logo
শুক্রবার ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০ ফাল্গুন ১৪২৫

  বিনোদন ডেস্ক   ১২ জুলাই ২০১৮, ০০:০০  

বিশ্বকাপের মাঠে বাপ-ছেলে

বিশ্বকাপের মাঠে বাপ-ছেলে
অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন
ব্রাজিল ফুটবলের তুখোড় ভক্ত বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন। তার প্রভাবে গোটা বচ্চন পরিবারই যেন ব্রাজিলের সমথর্ক! কোয়াটার্র ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না অমিতাভ। মমার্হত হয়ে নিজের বেদনার কথা জানিয়েও ছিলেন ফুটবল ভক্ত অমিতাভ বচ্চন। বিশ্বকাপ থেকে পছন্দের দল ব্রাজিল ছিটকে গেলেও বিশ্বকাপের মাঠে ছেলে অভিষেককে নিয়ে হাজির অমিতাভ বচ্চন!

বলিউডের ব্যস্ততম অভিনেতা অমিতাভ বচ্চন। বছরের প্রতিটি দিন হিসেব করা তার। এমন টাইট শিডিউলে জীবন যাপন বহুদিনের। তারপরও সব কিছু মেন্টেইন করে পরিবারেও যথেষ্ট সময় দেন বচ্চন পরিবারের প্রধান পুরুষ। আর এবার ছেলে অভিষেক বচ্চনের আবদার মেটাতে বুড়ো বয়সেও খেলা দেখতে রাশিয়ায় হাজির হন অমিতাভ বচ্চন!

বিশ্বকাপ শুরু হয়েছে প্রায় একমাস হতে চলল। এখন একেবারে শেষ পযাের্য়। ক্রিকেট নিয়ে সারা বছর মাতামাতি থাকলেও বলিউডের বাপ-ছেলে বরাবরই ফুটবলের দারুণ ভক্ত! একসঙ্গে টিভিতে বসে খেলাও উপভোগ করেছেন তারা। কিন্তু ছেলের আবদার, বিশ্বকাপের শেষ কয়টি ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার! পুত্রের এমন আবদার ফেলতে পারেননি অমিতাভও।

এমনিতেই নিজেরও প্রবল ইচ্ছে! তার উপর ছেলের আবদার। সব মিলিয়ে ব্যাটেবলে মিলে যাওয়ায় ব্যস্ততা ফেলেই বাপ-ছেলে উড়াল দিলেন রাশিয়ায়। স্বচক্ষে দেখলেন বিশ্বকাপ ফুটবল-২০১৮ সালের প্রথম সেমি-ফাইনাল! অমিতাভ ও অভিষেক দুজনই প্রথম সেমিফাইনাল মাঠে বসে দেখার স্থিরচিত্রও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় সংবাদে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ১৫ জুলাই রাত সাড়ে আটটায় রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন দুজনে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে