logo
শুক্রবার ২১ জুন, ২০১৯, ৭ আষাঢ় ১৪২৬

  বিনোদন রিপোটর্   ১১ জানুয়ারি ২০১৯, ০০:০০  

‘অগ্নি-৩’র শুটিং সেপ্টেম্বরে

‘অগ্নি’ সিরিজের প্র্রথম কিস্তিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। দ্বিতীয়টিতে ছিলেন তখনকার উঠতি নায়ক কলকাতার ওম। ইফতেখার চৌধুরীর নিমাের্ণ দুটি ছবিই হয়েছিল বাম্পার হিট। এবার এরা কেউ নন, সম্পূণর্ নতুনদের নিয়ে ‘অগ্নি’ সিরিজের তৃতীয় ছবি নিমার্ণ করতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া। প্র্রতিষ্ঠানটির প্র্রধান আব্দুল আজিজ এ প্রসঙ্গে জানান, ‘আগের দুটো সিনেমার কোনো কলাকুশলীই নতুন ছবিটির সঙ্গে যুক্ত হবেন না। নতুন-পুরনোর মিশেল থাকবে তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে। আমরা এখনো কিছু চ‚ড়ান্ত করিনি, আপাতত শুধু গল্প নিয়ে ভাবছি। কাস্টিং চ‚ড়ান্ত করতে আরও এক মাসের মতো লেগে যেতে পারে।’

প্রযোজক আবদুল আজিজ আরও বলেন, ‘আগেই আমরা “অগ্নি-৩” নিমাের্ণর ঘোষণা দিয়ে রেখেছিলাম। আজকে গল্প চ‚ড়ান্ত হলো। আগের দুটো ছবিতে অ্যাকশন গুরুত্বপূণর্ হলেও তৃতীয় ছবিতে আমরা খুব আবেগী একটা গল্প বলব। এই গল্পটা আমাদের আগের সব গল্পকে ছাড়িয়ে যাবে। অ্যাকশন থাকবে, রোমান্স থাকবে, উত্তেজনা থাকবে। তবে সবচেয়ে বেশি যেটা থাকবে সেটা হলো মানবিক সম্পকর্।’ ঢাকা, কলকাতা ও মুম্বাইÑ এই তিন শহরে তিনভাবে লেখা হয়েছিল ‘অগ্নি-৩’ ছবির চিত্রনাট্য। একটি গল্পও মনঃপুত হয়নি তার। সে কারণে নিজের ওপর ভরসা রেখেছেন আব্দুল আজিজ। নিজেই গল্প লিখেছেন তিনি। যদিও ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লেখার কাজে বতর্মানে তিনজন করছেন। তাদের নাম পরে জানবেন আজিজ। প্র্রসঙ্গত, ‘অগ্নি-৩’ দেশীয় প্রযোজনায় নিমির্ত হবে। এ ক্ষেত্রে সৈকত নাসির কিংবা রায়হান রাফি পেতে পারেন ছবিটি নিমাের্ণর দায়িত্ব। ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে এ বছরের সেপ্টেম্বর মাসে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে