বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই মিশন নিয়ে টম ক্রুজ

বিনোদন ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০
টম ক্রুজ

মিশনটা অন্যরকম হতে পারত। কিন্তু গত বছর অথার্ৎ ২০১৮ সালে মিশন ইম্পসিবলের ষষ্ঠ কিস্তি ‘মিশন: ইম্পসিল-ফলআউট’ যে ব্যবসা দিয়েছে, তাতে নতুন মিশন নেয়া ছাড়া আর কিছু ভাবা যাচ্ছিল না। যেমন পরিকল্পনা তেমন কাজ। ভালো ব্যবসা হওয়ার কারণে ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের আরও দুটি পবের্র কাজ শুরু হয়ে গেছে।

মিশন ইম্পসিবল সিরিজের আগের দুটি পবের্র পরিচালক ক্রিস্টোফার ম্যাককৌরি। তিনিই দায়িত্ব পেয়েছেন নতুন দুটি পবের্র অথার্ৎ মিশন ইম্পসিবল ৭ ও ৮ পবের্র পরিচালনার দায়িত্ব। এরই মধ্যে তিনি শুরু করে দিয়েছেন গল্প লেখার কাজ।

গল্প দুটি যেমন একসঙ্গে লেখা হচ্ছে তেমন ছবির দৃশ্যধারণও হবে ব্যাক টু ব্যাক মানে পরপর। টম ক্রুজ নিজেই জানিয়েছেন এসব তথ্য। তিনি তার টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, সঙ্গে লিখেছেন ‘সামার ২০২১ এবং সামার ২০২২’। বোঝাই যাচ্ছে ছবি দুটি দশর্ক-ভক্তরা দেখতে পাবেন ২০২১ ও ২০২২ সালে। অন্যদিকে পরিচালক ক্রিস্টোফার ম্যাককৌরি তার টুইটারে জানিয়েছেন, ‘মিশন: একসেপটেড’। ‘মিশন: ইম্পসিবল- ফলআউট’ ছবিটি সারা বিশ্বে এখন পযর্ন্ত আয় করেছে ৮০০ মিলিয়ন ইউএস ডলার। মিশন: ইম্পসিবল সিরিজ শুরু হয় ১৯৯৬ সাল থেকে। প্রথম ছবি ‘মিশন: ইম্পসিবল’, দ্বিতীয় ২০০০ সালে ‘মিশন: ইম্পসিবল-টু’, ২০০৬ সালে ‘মিশন: ইম্পসিবল- থ্রি’, ‘মিশন: ইম্পসিবল- গোস্ট প্রোটোকল’ ২০১১ সালে, ‘মিশন: ইম্পসিবল-রোগ নেশন’ ২০১৫ এবং ‘মিশন: ইম্পসিবল- ফলআউট’ মুক্তি পায় ২০১৮ সালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32280 and publish = 1 order by id desc limit 3' at line 1