logo
রোববার ২৫ আগস্ট, ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০  

নতুন ছবিতে কারিনা কাপুর

নতুন ছবিতে কারিনা কাপুর
করিনা কাপুর খান
সম্প্রতি একটি খবর বলিউডে ঘোরাফেরা করছে। ‘হিন্দি মিডিয়াম-২’ ছবিতে নাকি দেখা যাবে করিনা কাপুর খানকে। পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারকে রিপ্লেস করছেন তিনি। তবে নায়কের ভূমিকায় থাকবেন ইরফান খানই। মুক্তির পর থেকে ‘হিন্দি মিডিয়াম-২’ প্রচুর প্রশংসা পেয়েছে। ইরফান ও সাবা অভিনয়ের জন্য সমালোচকদের বাহবা পেয়েছেন। তবে ইরফানের অভিনয় সবার পরিচিত। ভালো অভিনেতা হিসেবেই বিখ্যাত তিনি। কিন্তু পাকিস্তানি অভিনেত্রী সাবার কাছে এই ছবিটি ছিল চ্যালেঞ্জ। তাতে সসম্মানে উত্তীণর্ হন অভিনেত্রী। ছবিটি বানিয়েছিলেন হোমি আদজানিয়া। প্রযোজনা করেছিলেন দীনেশ বিজন। এবারও ছবিটি হোমি আদজানিয়া পরিচালনা করবেন কি না জানা যায়নি। কিন্তু শোনা যাচ্ছে নিমার্তারা নাকি ছবির জন্য নতুন নায়িকা বেছে নিয়েছেন। তিনি করিনা কাপুর খান। তবে বেগম সাহেবা কিন্তু এথনো ছবিতে সই করেননি।

‘হিন্দি মিডিয়াম-২’ ছবিটির গল্প শুরু হয় স্কুলে ভতির্ নিয়ে। আজকাল সবাই ইংরেজি মাধ্যমের স্কুলে ছেলেমেয়েদের ভতির্ করাতে চায়। বিশ্বে যে ইঁদুরদৌড় চলছে, তাতে যাতে কোনোভাবেই পিছিয়ে না পড়ে তাই এই উদ্যোগ। ফলে হিন্দিসহ অন্য ভারতীয় ভাষার ছবিগুলো মার খায়। কিন্তু সত্যিই কি হিন্দি মিডিয়াম স্কুলে পড়ে কেউ জীবনে উন্নতি করতে পারে না? এই নিয়েই তৈরি হয়েছিল ছবিটি। ২০১৭ সালে ছবিটি বক্স অফিস থেকে অনেক টাকা ঘরে তুলেছিল। বছরের অন্যতম সেরা ছবি ছিল সেটি। এই ছবিটির জন্য ইরফান খান ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জেতেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে