বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানি শিল্পীরা ভারতে নিষিদ্ধ

বিনোদন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

১৪ ফেব্রম্নয়ারি কাশ্মীরের গোরীপুরে সৈন্যবহরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় দেশটির বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪৪ সদস্য নিহত হন। ঘটনার পরপরই এর দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ। এ নিয়ে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতীয় চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো।

নারকীয় এ হামলার প্রতিবাদে ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপস্নয়িজ (এফডাবিস্নউআইসিই) ও ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস এসোসিয়েশনসহ (আইএফটিডিএ) ২৪টি ফিল্ম অ্যাসোসিয়েশনের সদস্যরা এক হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আইএফটিডিএ'র সভাপতি অশোক পন্ডিত বলিউড চলচ্চিত্রে যেকোনো পাকিস্তানি অভিনেতাদের নেয়ার কঠোর হুশিয়ারি দিয়েছেন। শুধু চলচ্চিত্র বা এ সংশ্লিষ্ট কাজেই নয়, মিউজিক কোম্পানিগুলোও এখন থেকে আর পাকিস্তানি গায়ক-গায়িকাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি করবে না। টি-সিরিজ, সনি মিউজিক, ভেনাস, টিপস মিউজিকসহ বেশ কয়েকটি মিউজিক কোম্পানি থেকে এমনটাই জানানো হয়েছে।

ইতোমধ্যেই টি-সিরিজ তাদের সবগুলো ইউটিউব চ্যানেল থেকে পাকিস্তানি শিল্পীদের ভিডিও নামিয়ে ফেলেছেন বলেও খবর প্রকাশ করেছে ভারতীয় জাতীয় দৈনিকগুলো। এমনকি ভবিষ্যতে পাকিস্তানি শিল্পীদের নিয়ে আর কাজ না করারও ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, সংস্থাটি থেকে সম্প্রতি পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান ও আতিফ ইসলামের সঙ্গে বেশ কিছু কাজ করেন। কিন্তু এমএনএসের সতর্কতার পর সেগুলোও নামাতে পরোয়া করেননি প্রতিষ্ঠানটি।

ভয়াবহ এ সন্ত্রাসী হামলার পর বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি ও তার গীতিকার স্বামী জাভেদ আখতার দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় স্থগিত করার আহ্বান জানিয়েছেন।

উলেস্নখ্য, তিন বছর আগে জম্মু ও কাশ্মীরের উরি বেস ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সব অভিনেতা ও সংগীতশিল্পীকে নিষিদ্ধ করেছিল ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<37294 and publish = 1 order by id desc limit 3' at line 1