শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় পরীমনির ছবি

বিনোদন রিপোটর্
  ১৭ জুলাই ২০১৮, ০০:০০
পরীমনি

আগামী ২০ জুলাই থেকে দক্ষিণ কোরিয়ায় আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। নামটা ‘সিউল-বাংলা চলচ্চিত্র উৎসব’। এতে দেখানো হবে বাংলাদেশের চারটি ছবি। আর এর মাধ্যমেই প্রথমবারের মতো কোনও চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে পরীমনি ও ইয়াশ রোহান অভিনীত ‘স্বপ্নজাল’ ছবি। উৎসবের আয়োজক সিউলে অবস্থিত বাংলাদেশ এম্বাসি।

এতে ‘স্বপ্নজাল’-এর অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।

উৎসবে বাংলাদেশ থেকে আরও অংশ নিচ্ছে জয়া আহসান অভিনীত আকরাম খান পরিচালিত ‘খাঁচা’; জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা অভিনীত এবং তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ও মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’।

এদিকে ‘স্বপ্নজাল’-এর অংশ নেয়ার বিষয়ে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘এর আগে বিভিন্ন দেশে ছবিটি মুক্তি পেলেও প্রথমবারের মতো আমরা এমন উৎসবে অংশ নিচ্ছি।’

চলতি বছরের ৬ এপ্রিল সারাদেশে মুক্তি পায় ‘স্বপ্নজাল’। এরপর কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা ও কলকাতায় এটি গিয়েছে।

‘স্বপ্নজাল’-এ আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, ইরেশ যাকের, শিল্পী সরকার অপু প্রমুখ। দেশের অন্যতম বøকবাস্টার ছবি ‘মনপুরা’র পর এটি গিয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় সৃষ্টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3780 and publish = 1 order by id desc limit 3' at line 1