শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবারও ঢাকায় ডোয়াইন জনসন

বিনোদন রিপোটর্
  ১৯ জুলাই ২০১৮, ০০:০০
‘স্কাইস্ক্র্যাপার’ ছবির পোস্টারে ডোয়াইন জনসন

একের পর এক ছবি নিয়ে দশর্কদের সামনে আসছেন ‘দ্য রক’ নামে খ্যাত ডোয়াইন জনসন। তার অভিনীত সবের্শষ ‘জুমানজি টু’র সাফল্যের রেশ কাটেনি এখনো। এরই মধ্যে মুক্তি পেতে যাচ্ছে নতুন ছবি। এবারের ছবির নাম ‘স্কাইস্ক্র্যাপার’। এমনটাই নিশ্চিত করলেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।

‘দ্য রক’ মানেই দুঃসাহসিক আর দুধর্ষর্ অ্যাকশন। এ ছবিতেও তার ব্যতিক্রম নয়। আর দশর্করা যে তার কাছ থেকে এমন কিছু দেখার প্রত্যাশায় থাকেন তার প্রমাণ মিলেছে ছবিটির ট্রেলার প্রকাশের পর। রক ভক্তদের মধ্যে রীতিমত হৈ চৈ পড়ে যায়। এতে রককে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন ২৪০ তলার ওপর থেকে লাফিয়ে পড়তে দেখা যায়। এ ছাড়া সমূহবিপদ থেকে নিজেকে এবং পরিবারকে বঁাচাতে ভয়ংকর কিছু জায়গা থেকে লাফিয়ে পড়তে দেখা যায় তাকে। ছবিতে রক সাবেক এফবিআই এজেন্ট উইল ফোডের্র চরিত্রে অভিনয় করেন। যিনি চীনে বহুতল ভবনের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত থাকেন।

ছবিটি নিয়ে খুব আশাবাদী রক ইতোমধ্যে হলিউডের বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকারে বলেন, ‘দশর্কদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। অবিশ্বাস্য কিছু কাজ হয়েছে ‘স্কাইস্ক্র্যাপার’-এ। প্রত্যাশার চেয়ে বেশি পাবেন দশর্করা।’

২০১৭ সালের সেপ্টেম্বরে ছবিটির কাজ শুরু হয়।

সমালোচকদের দাবি, ছবিটি কিছুটা ডাই হাডর্ এবং মিশন ইম্পসিবলের মতো করে নিমির্ত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন রওসন মাশার্ল থারবার। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন। এ ছাড়াও অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, চিন হান, রোল্যান্ড মেরার, পাবলো শেরিবের, বায়রন মান, হান্না কুইলভান এবং নোয়া টেলর।

আগামীকাল ২০ জুলাই ছবিটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<4098 and publish = 1 order by id desc limit 3' at line 1