logo
বৃহস্পতিবার ২৩ মে, ২০১৯, ৯ জ্যৈষ্ঠ ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১৬ মার্চ ২০১৯, ০০:০০  

ক্ষতির মুখে পাকিস্তান হল মালিকরা

বলিউডি ছবির জনপ্রিয়তা পাকিস্তানে প্রবল?বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে সংঘাত ও কূটনৈতিক গরম হাওয়ার কারণে এই ছবি প্রদর্শনে বাধা পড়ে। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা ও ভারতীয় সেনা সদস্যদের মৃতু্যর জেরে তীব্র উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে তার জেরে পাকিস্তানে আপাতত বন্ধ ভারতীয় সিনেমার প্রদর্শন তবে আধুনিক নেটিজেন প্রজন্মের কাছে এটা কোনো বিষয়ই নয়। কারণ পাক নেটিজেনরা সিনেমা হলে না গিয়েও নেটফ্লিক্সে, ইউটিউবে বা অন্য পস্নাটফর্মে বলিউড ছবি দেখছেন ফলে পাকিস্তানের এই নিষেধাজ্ঞা অনেকটাই প্রতীকী, এ দিয়ে আসলে কিছুই বন্ধ করা যাচ্ছে না। তবে চরম ক্ষতির মুখে পড়েছেন পাকিস্তানের হল মালিকরা? কারণ ভারতীয় সিনেমা দেখিয়ে পাকিস্তানের সিনেমা হলগুলো বিপুল পরিমাণ মুনাফা করে।

সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এর ফলে পাকিস্তানের সাংস্কৃতিক জগতে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া হয়েছে। শুধু সিনেমাই নয়, জনপ্রিয় ভারতীয় টিভি চ্যানেলগুলোও বন্ধ করা হয়েছে এর আগে ২০১৬ সালেও 'সার্জিক্যাল স্ট্রাইক' ঘটনাবলির সময় পাকিস্তানের ফাওয়াদ খানের বলিউড ছবিতে অভিনয় নিষিদ্ধ করা হয়। তবে পাকিস্তানিদের একটা বড় অংশ আছে, যারা মনে করেন পাকিস্তানে বলিউডি সিনেমা নিষিদ্ধ করলে দেশটির অর্থনীতিতেও একটা প্রতিক্রিয়া হবে। পাকিস্তানের বক্স অফিসকে টিকিয়ে রাখার জন্য ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ।

ভারতীয় ছবি ও সিরিয়াল সম্প্রচার পাকিস্তানে বন্ধ করার পরিস্থিতি খতিয়ে দেখেছেন বিবিসির সংবাদদাতা ইলিয়াস খান আর শুমায়লা জাফরি তাঁর রিপোর্টে উঠে এসেছে, এটা হয়তো শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে খুবই সহজ, কিন্তু একটা সন্দেহও দেখা দিয়েছে যে পাকিস্তানের কর্তৃপক্ষ ভুল জায়গায় আঘাত হেনেছে কিনা! তিনি খতিয়ে দেখেছেন, ভারত আর পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সংঘাত বাড়লেও পাক জনগণের বলিউড প্রীতি চিরকালই অটুট।

এদিকে পাকিস্তানের অনেকেই বলছেন, এই অবস্থায় ভারতীয় সিনেমা বন্ধ করা সঠিক সিদ্ধান্ত। পাকিস্তানে সিনেমা হল আছে প্রায় ১২০টি। প্রতিটি ছবি মোটামুটি দু'সপ্তাহ ধরে চলে একটা হলকে ব্যবসায় টিকে থাকতে হলে বছরে অন্তত ২৬টা ছবি দেখাতে হয়। কিন্তু পাকিস্তানের নিজস্ব যে চলচ্চিত্র শিল্প তাতে বছরে মাত্র ১২ থেকে ১৫টি ছবি তৈরি হয়। এরপর থাকে জনপ্রিয় ভারতীয় সিনেমার ভরসা সেখানেই হলিউডকে টেক্কা দেয় বলিউড পাকিস্তানি চলচ্চিত্র শিল্পের ৭০ ভাগ রাজস্বই আসে ভারতীয় সিনেমা প্রদর্শনের মাধ্যমে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে