শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফের জুটি ফেরদৌস-ঋতুপর্ণা

বিনোদন রিপোর্ট
  ০৬ এপ্রিল ২০১৯, ০০:০০
ফেরদৌস এবং ঋতুপর্ণা সেনগুপ্ত

বাংলা সাহিত্যের উজ্জ্বল এক নক্ষত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার গল্প-উপন্যাস নিয়ে অনেক নাটক চলচ্চিত্র নির্মাণ হয়েছে। তার আলোচিত সৃষ্টি 'দত্তা' উপন্যাস রচিত হয়েছিল ১৯১৮ সালে। এ সৃষ্টির একশ' বছর পেরিয়ে গেলেও এর আবেদন ফুরায়নি এতটুকু। উপন্যাসটি নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা নির্মল চক্রবর্তী। অবশ্য এর আগে ১৯৭৬ সালে অজয় কর প্রথমবারের মতো 'দত্তা' অবলম্বনে ছবি নির্মাণ করেছিলেন টালিগঞ্জে। তখন এতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও সূচিত্রা সেন অভিনয় করেছিলেন।

তবে এবারের 'দত্তা' চলচ্চিত্রে অভিনয়শিল্পীর বিষয়টি নিয়ে গত দু'দিন ধরে নানান কথা উড়ে বেড়ালেও শেষপর্যন্ত চূড়ান্ত করা হলো ফেরদৌস এবং ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। ছবিটিতে জমিদার বনমালী বাবুর বন্ধু রাসবিহারির ছেলে বিলাসবিহারির চরিত্রে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের নায়ক ফেরদৌসকে। আর জমিদারের মেয়ে বিজয়ার চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগেও কয়েকটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফেরদৌস-ঋতুপর্ণা। ছবিগুলো প্রশংসিতও হয়েছে। সর্বশেষ ২০১৭ সালে সোমনাথ সেন পরিচালিত 'সাঝের জোনাকী' চলচ্চিত্রে কাজ করেছেন এ জুটি। এরপর তাদের আর দেখা যায়নি নতুন কোনো চলচ্চিত্রে। যদিও বাংলাদেশে নির্মাণাধীন 'গাঙচিল' ছবিতে তারা দু'জনে কাজ করছেন তবে এ ছবিতে ফেরদৌসের নায়িকা পূর্ণিমা।

জানা গেছে, চলতি মাসেই ছবির শুটিং শুরু হচ্ছে। শান্তিনিকেতনে হবে পুরো ছবির শুটিং। এ ছবিতে অভিনয় করছেন বলে নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফেরদৌস নিজেই। তিনি বলেন, 'এই ছবিতে অভিনয়ের জন্য মাস তিনেক আগে ঋতুপর্ণা আমাকে অনুরোধ করে। তার সঙ্গে আমার সম্পর্ক এমন যে, কোনোভাবেই অনুরোধ ফেলা সম্ভব নয় আমার পক্ষে। মূলত ঋতুপর্ণার অনুরোধ রাখতেই ছবিটিতে অভিনয় করতে রাজি হই। এ ছাড়া শরৎচন্দ্রের মতো একজন বিখ্যাত সাহিত্যিকের লেখা উপন্যাস বলে কথা! সাহিত্যনির্ভর ছবিতে আমি কাজ করতে পছন্দ করি। '

ফেরদৌস আরও বলেন, 'এর আগেও আমি ঋতুপর্ণার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছি। ঋতুপর্ণা আমার ভালো বন্ধু। ওর সঙ্গে আমার কাজের রসায়নটা ভালো। আশা করছি, এ সিনেমার কাজও ভালো হবে।'

'দত্তা' ছবিতে জমিদারের বন্ধু রাসবিহারীর চরিত্রে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকে। জমিদারের আরেক বন্ধু জগদীশ মুখার্জির ছেলে নরেন্দ্র মুখার্জি নরেনের চরিত্রে থাকবেন জয় সেনগুপ্ত।

কলকাতার 'হঠাৎ বৃষ্টি' ছবির মাধ্যমেই আলোচনায় আসেন ফেরদৌস। এরপর থেকে কলকাতার ছবিতে তার কদর বাড়ে। বাংলাদেশি চলচ্চিত্রের পাশাপাশি অভিনয়ে করেন কলকাতার ছবিতেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<44132 and publish = 1 order by id desc limit 3' at line 1