বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১১ এপ্রিল ২০১৯, ০০:০০

বৈশাখের

রঙ্গরস

বিনোদন রিপোর্ট

বাংলা নতুন বছর উপলক্ষে এশিয়ান টিভি নির্মাণ করেছে বিশেষ ফান শো 'বৈশাখের রঙ্গরস'। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার।

সম্প্রতি এশিয়ান টিভির নিজস্ব স্টুডিওতে ধারণকৃত এই অনুষ্ঠানে উঠে এসেছে পয়লা বৈশাখকেন্দ্রিক বিভিন্ন অসঙ্গতি আর হাস্যরস। যা দর্শককে বিনোদিত করার পাশাপাশি মনে করিয়ে দেবে আমাদের নিজস্ব সংস্কৃতির কথা। মনজুরুল হক মনজুর প্রযোজনায় নির্মিত অনুষ্ঠানটির অতিথি জনপ্রিয় দুই অভিনেতা ফারুক আহমেদ ও তারিক স্বপন।

অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, 'নববর্ষকে কেন্দ্র করে একদিনের বাঙালি সাজার প্রবণতা আমাদের অনেকের মধ্যেই দেখা যায়। আমরা চেষ্টা করেছি এই প্রবণতার নেতিবাচক দিকগুলো তুলে ধরার। অবশ্যই সেটি হাসিরছলে। আশা করছি দর্শক আনন্দ পাবেন।'

'বৈশাখের রঙ্গরস' অনুষ্ঠানটি এশিয়ান টিভিতে প্রচার হবে ১৫ এপ্রিল সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

'বাপবেটার

কাপল টু্যর'

বিনোদন রিপোর্ট

ঈদ উৎসবে বিভিন্ন শপিং মল বা মার্কেটে কেনাকাটার সঙ্গে ফ্রির্ যাফল ড্রর ব্যবস্থা রাখা হয়। মূলত ক্রেতা টানতেই এই প্রণোদনা। তেমনি কেনাকাটা করতে গিয়ের্ যাফল ড্র থেকে পুরস্কার পেয়ে যান অভিনেতা জামিল হোসেন।

সেটা ঢাকা টু ব্যাংককের কাপল টিকিট। এ নিয়ে দেখা দেয় বিড়ম্বনা। জামিল তো অবিবাহিত। তিনি কাকে সঙ্গে নিয়ে যাবেন? অবশেষে ঠিক হয়- বিয়ের অপেক্ষা না করে, বাবাকে নিয়েই তিনি ব্যাংকক ঘুরতে যাবেন।

এমনই মজার একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে ঈদের নাটক 'বাপবেটা কাপল টিকিট'। গেল কয়েক ঈদেই বাপবেটা সিরিজের নাটক দেখা গেছে। সেগুলো দারুণ জনপ্রিয়তাও পেয়েছে। তারই ধারাবাহিকতায় আসছে রোজার ঈদের জন্য নির্মিত হচ্ছে 'বাপবেটা কাপল টু্যর'। এবারও নতুন কিস্তির পরিচালনায় থাকছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির।

অবসকিওরের নতুন অ্যালবাম 'টিটোর স্বাধীনতা'

বিনোদন রিপোর্ট

বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখে আসছে জনপ্রিয় ব্যান্ড অবসকিওরের নতুন অ্যালবাম 'টিটোর স্বাধীনতা'। একইদিন রাতে জি-সিরিজ ও ব্যান্ডটির ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একযোগে অ্যালবামটি অবমুক্ত করা হবে।

অ্যালবামটি কিশোর মুক্তিযোদ্ধা টিটোর নামে করা হয়েছে। অমর সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদকে নিয়ে 'সুরের বরপুত্র' নামের একটি গান থাকছে। এটি তাদের ১৩তম অ্যালবাম।

অবসকিওরের দলপ্রধান সাইদ হাসান টিপু বলেন, 'দেশের সূর্য সন্তানদের নিয়ে নিয়মিতই কাজ করছে অবসকিওর। এরই ধারাবাহিকতায় আমরা কিশোর মুক্তিযোদ্ধা টিটোকে নিয়ে গান তৈরি করছি। দেশ স্বাধীন হওয়ার দুই দিন আগে টিটো শহীদ হন। সাভারে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে মাত্র ১৪ বছর বয়সে প্রাণ হারান তিনি। তার কমান্ডার ছিলেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। তিনিই প্রথম টিটোকে নিয়ে বই লেখেন। এটির নামও ছিল 'টিটোর স্বাধীনতা।'

আপিল কমিটির ইতিবাচক দৃষ্টিতে 'শনিবার বিকেল'

বিনোদন রিপোর্ট

অনিশ্চয়তার মেঘ কেটে যেতে পারে। যেকেনো সময় সেন্সর পেয়ে যেতে পারে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত ছবি 'শনিবার বিকেল'। তথ্যটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামূল কবীর।

তিনি বলেন, আপিল কমিটি ছবিটি দেখেছে। দেখার পর কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কমিটি। আরেকটু পর্যবেক্ষণ করতে চায় কমিটি। সিদ্ধান্তে আসতে না পারলেও 'শনিবার বিকেল' নিয়ে কমিটির সবার মনোভাব ইতিবাচক। আমাদের তথ্য সচিব আবদুল মালেক দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরে এসে সবার সঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।'

এর আগে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হতে পারে- এমন আশঙ্কায় ছবিটির সেন্সর ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। এই সিদ্ধান্তের পর ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া গত ১৮ ফেব্রম্নয়ারি তথ্য মন্ত্রণালয়ে আপিল করে। এরই প্রেক্ষিতে ৪ এপ্রিল সেন্সর আপিল কমিটি দুপুর ২টায় ছবিটি দেখে। হলি আর্টিজনে জঙ্গি হামলার ওপর ভিত্তি করে নির্মিত ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল এবং ট্যানডেম প্রোডাকশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<44906 and publish = 1 order by id desc limit 3' at line 1