শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১২ এপ্রিল ২০১৯, ০০:০০

বৈশাখের নাটকে

শ্যামল-মানতাসা

বিনোদন রিপোর্ট

বৈশাখের বিশেষ নাটকে জুটি বেঁধে অভিনয় করলেন ছোটপর্দার অভিনেতা শ্যামল মওলা ও মীম মানতাসা। নাটকের নাম 'আব্বাস মিয়া ও সাদা পরীর গল্প'। আনন জামানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাখাল সবুজ।

নাটকের গল্পে দেখা যাবে, আব্বাস মিয়ার বাড়িতে একটা পরীকে ধরে আটকে রাখা হয়েছে। এই খবরে পুরো গ্রামে হৈ চৈ পড়ে যায়। দলে দলে লোকজন আব্বাস মিয়ার বাড়ির দিকে আসতে থাকে পরী দেখার জন্য। কিন্তু আব্বাস মিয়া কাউকে পরী দেখাবে না। একজন বুদ্ধি দিল পরী দেখানোর জন্য টিকিট চালু কর। দশ টাকার টিকিট কেটে পরী দেখার জন্য লাইন দেয় শত শত লোক। বাড়ির পেছনে পুকুরের মাঝখানে একটা বাঁশের মাচা ঘর তৈরি করে পরীকে বেঁধে রাখা হয়েছে। লোকজন সারিবদ্ধভাবে পুকুরের পাড় থেকে পরীকে দেখে। ধবধবে সাদা পোশাকের অপরূপ সুন্দরী সেই পরীকে দেখে সবাই অবাক হয়। এদিকে গ্রামের এক ছেলে পরীকে দেখে তার প্রেমে পড়ে যায়। তার কাছে মনে হয় এই পরীই তার হারিয়ে যাওয়া প্রেমিকা। সে বারবার পরীর কাছে যেতে চায় কিন্তু আব্বাস মিয়া তাকে বাঁধা দেয়। অন্যদিকে পরীকে দেখে গ্রামের চেয়ারম্যান তাকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়।

এমনই নানা ঘটনা মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটক 'আব্বাস মিয়া ও সাদা পরীর গল্প'।

শ্যামল মওলা, মীম মানতাসা ছাড়াও এতে অভিনয় করেছেন মাসুম আজিজ। পহেলা বৈশাখ রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে নাটকটি।

রোমান্টিক-কমেডি বানাবেন রাজ

বিনোদন রিপোর্ট

এ পর্যন্ত পাঁচটি ছবি নির্মাণ করেছেন পরিচালক মুহম্মদ মোস্তফা কামাল রাজ। এরমধ্যে যদিও 'ছায়াছবি' মুক্তি পায়নি। এছাড়া প্রজাপতি, তারকাঁটা, সম্রাট ও যদি একদিন ছবিগুলো মুক্তির পর প্রশংসিতও হয়েছে। এ ছবিগুলো নয় অ্যাকশন রোমান্টিক না হয় রোমান্টিক ড্রামা। এবার প্রথমবারের মতো রোমান্টিক কমেডি ঘরানার ছবি বানাতে যাচ্ছেন রাজ।

নিজের ষষ্ঠ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, 'আমি এবার কমেডি ফিল্ম বানাতে চাই। স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। আমিসহ স্ক্রিপ্ট লেখার টিমে অনেকেই আছে। আশা করছি আসছে আগস্টে ছবির শুটিং শুরু করতে পারব।'

ছবিতে কারা অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানাননি রাজ! তবে এবার ছবিতে অভিনয়শিল্পীর ক্ষেত্রে চমক থাকবে বলে জানান তিনি।

মুহম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত শেষ ছবি 'যদি একদিন'। ৮ মার্চ ছবিটি মুক্তি পায়। এতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন তাহসান, তাসকিন ও কলকাতার শ্রাবন্তী। দেশের পর দেশের বাইরেও ছবিটি প্রদর্শিত হচ্ছে।

ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব

বিনোদন রিপোর্ট

'নৈঃশব্দ্যের ঔজ্জ্বল্যে দীপ্ত হোক বিশ্বমৈত্রী' সেস্নাগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো শুরু হলো আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব। প্রাচীন শিল্প মাধ্যম মূকাভিনয়কে ধারণ ও লালনকারী সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)র আয়োজনে এই উৎসব গতকাল ১১ থেকে শুরু হয়েছে। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

বর্ণাঢ্য এ মূকাভিনয় উৎসবে অংশ নিচ্ছে ইংল্যান্ড, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ভারতের মূকাভিনয় দল। এছাড়াও অংশ নেবে দেশের বেশ কয়েকটি মূকাভিনয় দল। দলগুলোর মধ্যে রয়েছে প্যান্টোমাইম মুভমেন্ট (চট্টগ্রাম), মুক্তমঞ্চ নির্বাক দল (গাজীপুর), রঙ্গন মাইম একাডেমি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), মাইম আর্ট (ঢাকা), সাইলেন্ট থিয়েটার (চট্টগ্রাম), মিরর মাইম থিয়েটার, মামারস (ঢাকা), বস্ন্যাকফ্লেইম থিয়েটার (ঢাকা), কাকাশিস (রংপুর), জগন্নাথ ইউনিভার্সিটি মাইম সোসাইটি এবং মাইম অ্যাকশন ময়মনসিংহ।

প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে থাকবে উৎসবের মূল আয়োজন। এছাড়াও শহীদ মিনার, কার্জন হল, কলাভবন, শাহবাগসহ পুরো ক্যাম্পাসজুড়েই থাকবে রোড শো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<45033 and publish = 1 order by id desc limit 3' at line 1