শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৭ এপ্রিল ২০১৯, ০০:০০

৮ নির্মাতা পাচ্ছেন ৪ কোটি টাকা সরকারি অনুদান

বিনোদন রিপোর্ট

২০১৮-২০১৯ অর্থবছরে চলচ্চিত্রের জন্য সরকারি অনুদানপ্রাপ্তদের তালিকা প্রকাশিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সেই ঘোষণায় জানানো হয়, চলচ্চিত্র বিভাগে চলতি বছরে ৮ জনকে এবার চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেয়া হচ্ছে।

তথ্য মন্ত্রণালয় কর্তৃক অনুদানের জন্য চলচ্চিত্র আহ্বানের পর অসংখ্য চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে যাচাইবাছাই শেষে পূর্ণদৈর্ঘ্য, শিশুতোষ ও প্রামাণ্যচিত্র মিলিয়ে মোট ৮ চলচ্চিত্র নির্বাচিত করা হয়েছে। এই ছবিগুলোর নির্মাতার তালিকায় আছে জনপ্রিয় নায়িকা সারাহ বেগম কবরীর নাম। 'এই তুমি সেই তুমি' নামের চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন তিনি।

অনুদানপ্রাপ্ত অন্যরা হচ্ছেন- মীর সাব্বির (রাত জাগা ফুল), আকরাম খান (বিধবাদের কথা), কাজী মাসুদ ও হোসেন মোবারক রুমী (অন্ত্যেষ্টিক্রিয়া), লাকী ইনাম ও হৃদি হক (১৯৭১ সেই সব দিন)।

একটি পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্রের জন্যও অনুদান দেয়া হয়েছে। 'নসু ডাকাত কুপোকাত' নামের এই চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন আবু রায়হান মো. জুয়েল।

এছাড়া অনুদান পেয়েছে দুটি প্রামাণ্যচিত্র। 'বিলকিস এবং বিলকিস' ও 'মেলাঘর' নামের দুটি প্রামাণ্যচিত্রের জন্য অনুদান পেয়েছেন হুমায়রা বিলকিস ও পূরবী মতিন।

এর মধ্যে অনুদান হিসেবে 'নসু ডাকাত কুপোকাত', 'বিধবাদের কথা' ও 'রাত জাগা ফুল' প্রতিটি ছবি পাবে ৬০ লাখ টাকা। '১৯৭১ সেইসব দিন', 'অন্ত্যেষ্টিক্রিয়া' ও 'এই তুমি সেই তুমি' এই তিনটি ছবি পাচ্ছে ৫০ লাখ টাকা করে। আর প্রামাণ্যচিত্রের জন্য দেয়া হচ্ছে ৩০ লাখ টাকা করে।

প্রসঙ্গত, চারটি ছবিকে আড়াই লাখ টাকা অনুদান দিয়ে ১৯৭৬-৭৭ অর্থবছর থেকে দেশীয় চলচ্চিত্রে সরকারি অনুদানের প্রথা চালু হয়। এরপর থেকে প্রতি বছরই সরকারি অনুদানে সিনেমা নির্মিত হয়েছে।

ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন

শোতে আসমা

বিনোদন রিপোর্ট

প্রথম বাংলাদেশি হিসেবে মাদ্রিদে অনুষ্ঠিত হওয়া গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছেন আসমা সুলতানা। একজন ফ্যাশন এন্টারপ্রেণার হিসেবে ইতোমধ্যে সাফল্য পেয়েছেন তিনি। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন আসমা সুলতানা।

এ বিষয়ে আসমা জানান, মাদ্রিদের একটি বিলাসবহুল ক্যাসিনোতে আয়োজিত এবারের আয়োজনটিতে বিশ্বের ৭৫টি দেশের নামকরা ফ্যাশন ডিজাইনার ও ৪০০ মডেল অংশগ্রহণ করেছেন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এ কারণে নিজেকে গর্বিত মনে করছেন।

চলতি বছরের ফেব্রম্নয়ারিতে আন্তর্জাতিক ফ্যাশন জগতের মর্যাদাপূর্ণ ইভেন্ট নিউইয়ার্ক ফ্যাশন উইকে অংশ নেন আসমা সুলতানা। এরপর সেখান থেকেই তিনি প্যারিসের আরেকটি আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টে যোগ দেন। এ ফ্যাশন ডিজাইনার বলেন, 'বাংলাদেশের মানুষকে নিয়ে পৃথিবীর অন্যান্য দেশের মানুষ যা ভাবেন, সেটা পরিবর্তন করাই ছিল আমার লক্ষ্য। আমি খুবই খুশি যে, এ যাত্রায় আমি কিছুটা হলেও অবদান রাখতে পারছি এবং একইভাবে অন্যরাও অবদান রাখছেন।'

তোপের মুখে

মেজি উইলিয়ামস

বিনোদন ডেস্ক

বিশ্বব্যাপী আলোচিত একটি টিভি সিরিজের নাম 'গেম অব থ্রোনস'। মার্কিন এ টিভি সিরিজটি নানা সময়ে সামনে এসেছে বিভিন্ন কারণে। বর্তমানে এর অষ্টম সিজনের দুটি এপিসোড তুমুল বিতর্কিত হয়েছে। বিশেষ করে আরিয়া স্টার্কের চরিত্রে খোলামেলা অভিনয় করে ভক্তদের তোপের মুখে পড়েছেন মেজি উইলিয়ামস।

হঠাৎ এমন বিষয় নিয়ে সমালোচনার মুখের বেশ অবাক হয়েছেন এই অভিনেত্রী। মেজির অ্যাডাল্ট দৃশ্য নিয়ে কেন এত সমালোচনা তার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না টিমের বাকিরা। কারণ নাটক সিনেমায় হর হামেশায় এমন দৃশ্য দেখানো হয়।

অনেকেই প্রশ্ন তুলেছেন মেজি কি এমন চরিত্রে অভিনয় করার মতো বয়স হয়েছে? মেজির জন্ম ১৯৯৭ সালে ব্রিস্টলে। এখন ২২ বছর বয়স চলছে এই অভিনেত্রী। সাবালিকা হয়ে এমন চরিত্রে অভিনয় করা দোষের নয়, বলে মন্তব্য করেছেন অভিনেত্রী নিজেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46956 and publish = 1 order by id desc limit 3' at line 1