শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কষ্ট সাথর্ক হয়েছে : পূজা চেরী

বিনোদন রিপোটর্
  ২৩ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৩ জুন ২০১৮, ১২:১৮
পূজা চেরী রায়

এ প্রজন্মের দশর্কপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী রায়। শিশুশিল্পী হিসেবে তারকাখ্যাতি এই অভিনেত্রী নায়িকা হিসেবেও সম্ভাবনার স্বাক্ষর রেখেছেন। ঈদে মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত, রায়হান রাফি পরিচালিত ও তার অভিনীত চলচ্চিত্র ‘পোড়ামন ২’। এতে আরও অভিনয় করেছেন- সিয়াম আহমেদ, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা প্রমুখ। ছবিটি সবর্মহলের দশের্কর প্রশংসা কুড়িয়েছে।

‘পোড়ামন ২’ ছবিটি নিয়ে পূজার ভাষ্য, ‘ছবিটি নিয়ে দশর্কদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করেছি। এখানে আমি একটি গ্রামের সহজ-সরল মেয়ে। আর আমার নায়ক সিয়ামের চরিত্রটি সালমান শাহ ভক্ত একটি ছেলের। তার নাম সুজন শাহ। দুজন অল্প বয়সী তরুণ-তরণীর তুখোড় প্রেমের গল্প এটি। ছবিটি এখনো হলে চলছে। দশর্ক হলে গিয়ে ছবিটি দেখছেন, এটাই আমাদের কষ্টের সাথর্কতা।’

এ ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানতে পূজা বলেন, ‘জাজের সঙ্গে আমি দীঘির্দন ধরেই কাজ করছি। শিশুশিল্পী হিসাবে ভালোবাসার রঙ, অগ্নিসহ কয়েকটি ছবি করেছি। ফলে জাজ আমার পরিবারের মতো। ফলে এটি যেহেতু তাদেরই ছবি তাই নতুন কিছু মনে হয়নি। পুরো টিম ভীষণ সহযোগিতাপরায়ণ। নায়ক হিসেবে সিয়ামকে প্রথম পেলেও তিনিও আমার বন্ধু হয়ে গেছেন। অনেক কষ্ট করে ভালো একটি ছবি আমরা তৈরি করেছি। এমনও হয়েছে- একটি দৃশ্যের জন্য বেশ কয়েকটা চড় খেতে হয়েছে আমার ভাইয়ের চরিত্র করা সাইদ বাবুর হাতে। একবার তো চড়ের কারণে কানের দুল খুলে পড়ে গেল (হাহাহা)।’

গত কয়েকমাস টানা পোড়ামন ২ ছবিরই প্রচার করেছেন পূজা। বিভিন্ন গনমাধ্যম, সামাজিক যোগযোগমাধ্যম ছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও শপিং মলে গিয়েও প্রচারণা চালিয়েছেন। সেই অভিজ্ঞতা জানালেন পূজা, ‘প্রচারণার সময় প্রচুর মানুষ বলেছে ছবিটি তারা হলে গিয়েই দেখতে চান। কেউ কেউ বলেছে এই ছবির জন্যই প্রথমবার তারা হলে যাবেন। তারা তাদের কথা রেখেছেন বলেই ছবিটি ব্যবসাসফল হয়েছে। এটা নতুন শিল্পী হিসেবে আমার জন্য পরম সৌভাগ্যের।’

বতর্মানে এই নায়িকা শুটিং করছেন ‘দহন’ ছবির। এ প্রসঙ্গে পূজা বলেন, ‘এ মাসেই আমার নতুন ছবি দহন-এর শুটিং শুরু হয়েছে। আমি, সিয়াম আহমেদ, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু শুটিংয়ে অংশ নিচ্ছি। একেবারেই ভিন্নধমীর্ একটি গল্পের ছবি এটি। বাংলা চলচ্চিত্রে এ ধরনের গল্প আগে দেখা যায় নি। আমাকে আর সিয়ামকেও ভিন্ন একটি রসায়নে দেখতে পাবেন দশর্ক। আমি এতে আশা নামের একজন গামের্ন্ট শ্রমিক। চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করতে হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে