শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউটিউবে রুনার ‘ছিটকিনি’

বিনোদন রিপোটর্
  ২৩ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৩ জুন ২০১৮, ১২:১৯
রুনা খান

গেল বছরের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের প্রথম চলচ্চিত্র ‘ছিটকিনি’। রাষ্ট্রীয় অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিটি গেল ঈদে চ্যানেল আইয়ের পদার্য় ওয়াল্ডর্ টিভি প্রিমিয়ার হয়। এবার চ্যানেল আইয়ের ইউটিউবে অবমুক্ত হলো চলচ্চিত্রটি। ছিটকিনি ছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাজিদুল আওয়াল।

‘ছিটকিনি’র কাহিনী গড়ে ওঠেছে পঞ্চগড় রেল স্টেশনের কমর্চারী যক্ষাক্রান্ত কফিলের জন্য স্বামীহারা পাথরশ্রমিক ময়মুনার চরম ও নীরব আত্মত্যাগের মানবিক ঘটনাকে কেন্দ্র করে। ময়মনসিংহ গীতিকার ‘মলুয়া’ পালায় মলুয়ার চরিত্র যেভাবে চিত্রিত হয়েছে ‘ছিটকিনি’তে ময়মুনার চরিত্র ঠিক উল্টোভাবে চিত্রিত হয়েছে বলে জানান সাজেদুল আউয়াল। তার মতে তিনি ‘উল্টোপালা’ রচনা করেছেন। এতে নাম ভ‚মিকায় অভিনয় করেছেন রুনা খান। আরও আছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান মুকুল, মানস বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, মুসতাগিসুর রহমান বাবু, রুবলী চৌধুরী, জহিরুজ্জামান, বাউল মো. রইসউদ্দীন সরকার, মো. সাজাহান বাউল, সরকার হায়দার, মোস্তাক, শিশুশিল্পী আপন প্রমুখ। অভিনয়াংশে ‘মলুয়া’ পালা পরিবেশন করেছেন কেন্দুয়ার পালাশিল্পী দিলু বয়াতি ও তার দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে