logo
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ২ আশ্বিন ১৪২৬

  বিনোদন রিপোর্ট   ২৩ মে ২০১৯, ০০:০০  

অনমের ওয়েবে সাফা-ইয়াশ

আলোচিত 'দেবী' ছবির পর এবার ওয়েব সিরিজ নির্মাণ করলেন অনম বিশ্বাস। রোমান্টিক ঘরানার এ ওয়েবে অভিনয় করেছেন সাফা কবির ও ইয়াশ রোহান। ইতোমধ্যে এর শুটিং শেষ হয়ে সম্পাদনার কাজ চলছে। যদিও এ ওয়েব ধারাবাহিকটির নাম এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। অনম বিশ্বাস জানিয়েছেন, ওয়েব ধারাবাহিকটির বেশ কয়েকটি নাম ভেবে রাখা হয়েছে। তার মধ্য থেকে আজ একটি নাম চূড়ান্ত করা হবে। ওয়েব সিরিজটির গল্প লিখেছেন তিনজন। পরিচালক অনম বিশ্বাস, কায়ানাত আহমেদ ও আদনান আদিব খান।

ওয়েবের গল্পে দেখা যাবে, ঘটনাক্রমে সাফা ও ইয়াশ দু'জনের একদিন দেখা হয়। তারপর তারা দু'জন মিলে ঢাকা থেকে কক্সবাজারে যাত্রা করে। এই যাত্রার সময় তাদের সঙ্গে বিভিন্ন রকম ঘটনা ঘটে। এভাবে মূলত ওয়েব সিরিজটির কাহিনী এগিয়েছে। ওয়েব পস্ন্যাটফর্মের জন্য এটিই অনম বিশ্বাসের প্রথম নির্মাণ। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা সবাই জানি, এখন ওয়েব যুগ। তাই প্রথম সিনেমা নির্মাণের পরপরই প্রথম ওয়েব সিরিজ নির্মাণ করে ফেললাম। আমি আমার জায়গা থেকে চেষ্টার ত্রম্নটি করিনি। মানুষ যেভাবে গল্প দেখে অভ্যস্ত, তার বাইরে গিয়ে অন্যভাবে গল্প বলার চেষ্টা করেছি। ওয়েব সিরিজটির গল্প চেনা মনে হলেও, এটির ভেতর ভিন্ন এক গল্পের অবতারণা আছে।' আসন্ন ঈদুল ফিতরে অনলাইন পস্ন্যাটফর্ম বায়োস্কোপ লাইভে মুক্তি দেয়া হবে। অনম বিশ্বাস মনে করেন, ওয়েব পস্ন্যাটফর্মের অন্যান্য ধারাবাহিকের মধ্যে তার ওয়েব ধারাবাহিকটি আলাদা জায়গা করে নেবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে