logo
রবিবার, ১২ জুলাই ২০২০, ২৮ আষাঢ় ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১৩ জুন ২০১৯, ০০:০০  

ঝলমলে শিল্পা শেঠি

ঝলমলে শিল্পা শেঠি
শিল্পা শেঠি
ফের খোলামেলা ফটোশুটে হাজির হয়েছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী শিল্পা শেঠি। সম্প্রতি ভারতের বিখ্যাত ম্যাগাজিন 'ফেমিনা'র প্রচ্ছদের ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। আর এতেই সবার নজর কাড়লেন ঝলমলে শিল্পা শেঠি।

ক্যালেন্ডারের হিসাবে তার বয়স ৪৫ হলেও ফটোশুটের ছবি দেখে ১৮-২৫ এর বেশি মনে হবে না। যদিও কয়েক দিন আগে বয়স আটকে ফেলার এই রহস্য শিল্পা শেঠি নিজেই উন্মুক্ত করে দিয়েছেন সবার জন্য। তিনি শরীরচর্চার জন্য বেশ জনপ্রিয়। তাকে ইয়োগা দিবসে হাজার হাজার মানুষকে নিয়ে শরীরচর্চা করতে দেখা যায়। ভক্তদের শরীরচর্চার পাঠ দিতে তিনি শরীরচর্চা-বিষয়ক অ্যাপও চালু করেছেন। আর একেবারেই অরগানিক খাবার খান।

সেসবের ফল ফেমিনার এই প্রচ্ছদ। নীল আকাশ আর নীল পানির সামনে সুইমসুটে শিল্পাকে অপরূপ সুন্দরী তরুণীর মতো লাগছে। টুইটারে নিজের উচ্ছ্বাসের কথাও লিখেছেন তিনি। লিখেছেন, 'অপেক্ষার পালা শেষ করে ফেমিনার এবারের সংখ্যা বের হলো। আর এই জুনের কভার গার্ল আমি।' এ সময় ফেমিনা ইন্ডিয়ার সম্পাদক তানিয়া চৈতন্যকে ধন্যবাদ জানান তিনি। প্রখর রোদের মধ্যে ফটোশুটের জন্য পুরো দলকেও তিনি ধন্যবাদ জানান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে