logo
সোমবার, ২১ অক্টোবর ২০১৯, ৫ কার্তিক ১৪২৬

  বিনোদন রিপোর্ট   ২৫ জুন ২০১৯, ০০:০০  

অবশেষে বিয়ের পিঁড়িতে বরুণ - নাতাশা

অবশেষে বিয়ের পিঁড়িতে বরুণ - নাতাশা
বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের হার্টথ্রব নায়ক বরুণ ধাওয়ান ও ফ্যাশন ডিজাইনার নাতাশা দালাল। এ নিয়ে বেশ কয়েকবার সংবাদের শিরোনাম হলেও এবার পাকাপাকিভাবেই সাতপাকে বাঁধা পড়ছেন তারা। সব ঠিকঠাক থাকলে আরও একটি গ্র্যান্ড ওয়েডিংয়ের সাক্ষী হতে যাচ্ছেন বলিউড পাড়া। জানা গেছে, হিন্দু ধর্মের সব ধরনের নিয়ম-কানুন মেনেই তিনদিন ধরে হবে বিয়ের আয়োজন। আয়োজনের কমতি রাখতে চান না বরুণ ধাওয়ানও। তাই বিয়ের সব দায়িত্ব দিয়ে দিয়েছেন স্বনামধন্য ওয়েডিং পস্ন্যানারকে। আর বিয়েটা হতে পারে যাধপুরের কোনো এক জায়গায়।

ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালের সঙ্গে বরুণের প্রেম দীর্ঘদিনের। চলতি বছরের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরুণের বিয়ের খরব ছড়িয়ে পড়লেও এ বিষয় মুখে কুলুপ এঁটে রয়েছিলেন তিনি। এবার নিজ মুখে স্বীকার করলেও এ অভিনেতা। ভক্তদের জানালেন শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তিনি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে