logo
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯, ৭ অগ্রহায়ণ ১৪২৬

  বিনোদন রিপোর্ট   ২৬ জুন ২০১৯, ০০:০০  

কলকাতায় দু্যতি ছড়াচ্ছেন ফারিয়া

কলকাতায় দু্যতি ছড়াচ্ছেন ফারিয়া
নুসরাত ফারিয়া
প্রথমবারের মতো কলকাতার স্থানীয় চলচ্চিত্রে অভিনয় করে দু্যতি ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া। পরিচালক বিরসা দাশগুপ্তের কমেডি ছবি 'বিবাহ অভিযান' মুক্তির পর পাল্টে দিয়েছে কলকাতার কমেডি ছবির হিসাব-নিকাশ। ইদানীং টলিউডের নির্ভেজাল হাসির ছবির খুব একটা দেখা মেলে না। দুই-একটি যাও মুক্তি পায়, সেসব মুখ থুবড়ে পড়ে। ব্যবসাও আসে না। তবে 'বিবাহ অভিযান' হাঁটছে এর উল্টো পথে। সমস্ত জল্পনা-কল্পনাকে সরিয়ে দর্শকদের নিখাদ হাসি উপহার দিয়েছেন অঙ্কুশ ও নুসরাত ফারিয়া। এ নিয়ে নুসরাত নিজেও উচ্ছ্বসিত। এর আগে যৌথ প্রযোজনায় বেশ কয়েকবার কলকাতার শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম কলকাতার নিজস্ব প্রডাকশনের হয়ে কাজ করলেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়ক অঙ্কুশ বলেন, 'এই সিনেমায় নুসরাতকে মানিয়েছে। ওর সাবলীল অভিনয় দক্ষতার কথা আমাকে স্বীকার করতেই হবে। যদিও ওর সঙ্গে আগে থেকেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তবে এবার কাজ করতে পেরে ষোলকলা পূর্ণ হলো।'

এর আগে অঙ্কুশ-ফারিয়া জুটি বেঁধে অভিনয় করেন 'আশিকী' ছবিতে। 'বিবাহ অভিযান' ছবিতে আরও অভিনয় করেছেন রুদ্রনীল, সোহনী সরকার, অনির্বাণ ও প্রিয়াঙ্কা সরকার। ছবির হল রিপোর্ট বলছে, লাভজনক অবস্থায় আছে ছবিটি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, বছরের অন্যতম ব্যবসায় সফল সিনেমা হতে যাচ্ছে 'বিবাহ অভিযান'। বর্তমানে এই ছবির প্রচারণার জন্য কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এর আগেও কলকাতার একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন ফারিয়া। 'বিবাহ অভিযান' ছবির পর কলকাতার নতুন ছবিতে কাজের ব্যাপারেও কথা চলছে বলে এক সূত্রে জানা গেছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে