logo
রবিবার, ০৯ আগস্ট ২০২০, ২৫ শ্রাবণ ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১২ জুলাই ২০১৯, ০০:০০  

বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা!

বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা!
শ্রদ্ধা কাপুর
দীর্ঘদিনের প্রেমিক সেলিব্রেটি ফটোগ্রাফার রোহানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। গতকাল থেকে ভারতীয় গণমাধ্যমজুড়ে এমনই শিরোনাম দেখা যাচ্ছে। তবে শ্রদ্ধা কাপুরের সঙ্গে রোহান শ্রেষ্ঠার প্রেম নতুন কিছু নয়। বহুবার একসঙ্গে ডেট করতে দেখা গেছে তাদের। এ প্রেমকাহিনী নিয়ে আপত্তি নেই তাদের পরিবারেরও।পারিবারিক মতের ভিত্তিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। শ্রদ্ধা কাপুরের মা শান্তি কাপুরও চাইছেন রোহানের সঙ্গেই বিয়ে হোক শ্রদ্ধার। অন্যদিকে রোহানের বাবা বিখ্যাত আলোকচিত্রী রাকেশ শ্রেষ্ঠার এতে আপত্তি নেই। জানা গেছে, চলতি বছরের শেষের দিকে অথবা আগামী জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের আলোচিত এ জুটি। ইতোমধ্যেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে কাপুর বাড়িতে। মূলত ফারহানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর শ্রদ্ধাও চাইছেন না দেরি করতে। এবার রোহানের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে প্রস্তুত তিনি। কিছুদিন আগে রোহান শ্রদ্ধা সম্পর্কে বলেন, 'প্রায় ৯ বছর ধরে আমাদের বন্ধুত্ব। তবুও ওকে আমি ডেট করছি না।' এতদিন ধরে শ্রদ্ধার মুখেও ছিল এমন সুর। অবশেষে বন্ধুত্ব থেকে সংসারজীবনে পা বাড়াচ্ছেন দুজন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে