logo
শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯, ৮ অগ্রহায়ণ ১৪২৬

  বিনোদন রিপোর্ট   ১৩ জুলাই ২০১৯, ০০:০০  

ফ্রেমবন্দি আদিত্য-জয়া

ফ্রেমবন্দি আদিত্য-জয়া
আদিত্য রয় কাপুর-জয়া আহসান
যুক্তরাজ্যের বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। এই খেলা দেখতে মাঠে গিয়েছিলেন বাংলাদেশ-কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসান। গ্যালারিতে ছিলেন বলিউডের অভিনেতা আদিত্য রয় কাপুর। খেলা দেখতে গিয়ে তাদের সঙ্গে দেখা হয়। শুধু তাই নয়, আলাপ আলোচনা ও সেলফি তোলার পাশাপাশি একসঙ্গে তারা মধ্যাহ্নভোজও সেরেছেন। খেতে খেতে দুই দেশের চলচ্চিত্র নিয়েও টুকটাক আলাপও করেছেন তারা। জয়ার কাছ থেকে কলকাতার চলচ্চিত্রের বর্তমান হাল-হকিকত সম্পর্কে জেনে নিয়েছেন আদিত্য। আর এসব কিছু নিজের ভেরিফাইড ফেজবুকে শোয়ারও করেছেন জয়া আহসান। যদিও চমকপ্রদ কিছু হলেই ফেসবুক বন্ধদের সঙ্গে শেয়ার করেন তিনি। সেই ধারাবাহিকতায় এজবাস্টন থেকে আদিত্যের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি।

এবারের বিশ্বকাপ আসরে জয়া আইসিসি'র আমন্ত্রণে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন। সেটা ছিল প্রথম সফর। আর গত সপ্তাহে আবার গেছেন বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে