শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘মিশন : ইম্পসিবল’ নিয়ে নতুন পরিকল্পনা

বিনোদন ডেস্ক
  ২৪ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৪ জুন ২০১৮, ২৩:১৮

হলিউড দশর্কদের পছন্দের সিরিজগুলোর অন্যতম ‘মিশন : ইম্পসিবল’। শিগগিরই আসছে ৬ নাম্বার সিক্যুয়াল। তার আগেই নতুন পরিকল্পনার কথা জানালেন প্রধান অভিনেতা টম ক্রুজ।

সিরিজে দুধর্র্ষর্ গোয়েন্দা ইথান হান্ট চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি টোটাল ফিল্ম ম্যাগাজিনকে টম ক্রুজ জানান, তার কাছে অনেক গল্প আছে। সেখান থেকে কমপক্ষে দুই-তিনটি সিনেমা বানানো যাবে।

অথার্ৎ, তার ভাষ্যে এখনই থামছে না ‘মিশন : ইম্পসিবল’-এর ইথান। এমন কথা দশর্কদেরও পছন্দ হওয়ার বিষয়। কারণ সিরিজটির প্রতি পবের্ই থাকে নতুন ধরনের রহস্য, হাল নাগাদ প্রযুক্তির খেলা ও অ্যাকশন। আর অবশ্যই বিশেষ একটি স্ট্যান্ট দৃশ্যে টম ক্রুজকে দেখা যাবেই। এই যেমন নতুন ছবি ‘মিশন : ইম্পসিবল ফলআউট’-এর জন্য স্কাই ডাইভ করেছেন তিনি। এর আগের পবের্ উড়ন্ত বিমান ধরে ঝুলেছিলেন মাটি থেকে কয়েক ফুট উপরে।

৫৫ বছর বয়সী টম ক্রুজ মনে করেন, ইথান হান্ট চরিত্রে তার এখনো অনেককিছু দেখানোর আছে।

আরও জানালেন, সিরিজের ভবিষ্যত নিয়ে এখনই বিস্তারিত জানাতে প্রস্তুত নন। ১৯৯৬ সালে মুক্তি পায় সিরিজের প্রথম সিনেমা ‘মিশন : ইম্পসিবল’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে