logo
রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯, ১ পৌষ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ২২ জুলাই ২০১৯, ০০:০০  

ডি এ তায়েব'র 'আমার মা'র সঙ্গে যুক্ত হলো আজুবা ইলেকট্রনিকস

ডি এ তায়েব'র 'আমার মা'র সঙ্গে যুক্ত হলো আজুবা ইলেকট্রনিকস
আনন্দঘন পরিবেশে কেক কাটা হয় 'আমার মা' চলচ্চিত্রের
বিনোদন রিপোর্ট

রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো আজুবা ইলেকট্রনিকসের বিভিন্ন পণ্যের উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজুবা ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন আজুবা ইলেকট্রনিকসের চিফ এক্সিকিউটিভ অফিসার শাহিদুল আলম খান। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েব। অনুষ্ঠানে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত 'আমার মা' চলচ্চিত্রটির প্রধান নিবেদক হিসেবে ঘোষণা দেন আজুবা ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ খান। ভবিষ্যতে 'আমার মা' চলচ্চিত্রের মতো ভালো চলচ্চিত্রের সহযোগী হিসেবে কাজ করার বিষয়েও অঙ্গীকার করেন তিনি।

অনুষ্ঠান শেষে কেক কেটে চলচ্চিত্রটির সফলতা কামনা করা হয়। সে সময় উপস্থিত ছিলেন শিশু শিল্পী দেওয়ানজাদী তুসমি তায়েফ টুনটুনি, চিত্রনায়িকা আনহা তামান্না, অভিনেত্রী অনন্যা আফরিন, জাবরিনা তৌফা, নূসরাত জাহান নিপা, অভিনেত্রী ও গায়িকা ইশরাত জাহান লিটা, অভিনেত্রী সিমি সিমরান, সারমিন বৃষ্টি, অভিনেতা ও নৃত্য শিল্পী বি এম আজাদ, উপস্থাপক শফিউল আলম বাবুসহ একঝাঁক তারকা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে