শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছন্দে ফিরতে চান মাহি

নতুনধারা
  ২৩ আগস্ট ২০১৯, ০০:০০
মাহিয়া মাহি

বিনোদন রিপোর্ট

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম চিত্রনায়িকা মাহিয়া মাহি। রুপালি পর্দায় তার শুরুটা জমকালো ভাবে হলেও কয়েক বছর ধরে দর্শকরা তাকে আগের মত পাচ্ছেন না। গত বছরে তার অভিনীত একাধিক ছবি মুক্তি পেলেও তা দর্শক হৃদয়ে সাড়া জাগাতে পারেনি। চলতি বছরের এই সময় পর্যন্ত তার অভিনীত মাত্র একটি ছবি 'অন্ধকার জগত' মুক্তি পেয়েছে। মুক্তির আগে ছবিটি আলোচনায় আসলেও ফলাফল প্রত্যাশিত হয়নি। তবে মাহির একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিগুলো নিয়ে তার প্রত্যাশাও অনেক।

মাহি বলেন, 'একজন শিল্পীর ক্যারিয়ারে আপ-ডাউন আসে। সবার সব ছবিই যে ব্যবসা সফল হয় না। দেশ-বিদেশের অনেক বড় বড় শিল্পীর সিনেমা কখনো কখনো ফ্লপ হয়। আমার বেলাতেও তাই হয়েছে। তবে সামনে ভালো কিছু প্রত্যাশা করছি। মুক্তি প্রতিক্ষিত ছবিগুলো দর্শকদের ভালো লাগবে।'

আগামী মাসে মাহি অভিনীত 'অবতার' ছবিটি মুক্তি পাচ্ছে। মাহমুদ হাসান পরিচালিত এই ছবিতে মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেছেন নবাগত রুশো। আগামী ১৩ সেপ্টম্বর সারাদেশে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। গত সপ্তাহে সিনেমাটির আইটেম গান 'রঙিলা বেবি' ইউটিউবে মুক্তি পেয়েছে। এরই মধ্যে গানটির ভিউ দেড় মিলিয়ন ছাড়িয়েছে। গানটিতে মাহির পারফর্ম দর্শক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।

'বন্ধ যত মনের দুয়ার খুলে দে আজ/ নাচতে নেমে ঘোমটা কিসের/ কিসের এত লাজ?/ রঙিলা এই রং মহলে রঙে গা ভাসাবি আয়/ আমি রঙিলা বেবি'-এমন কথার গানটি লিখেছেন তারিক তুহিন। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। এতে কণ্ঠ দিয়েছেন ঐশী ফাতেমা তুজ জাহরা। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান মাহমুদ ও বেলাল। গানটির চিত্রায়ণ করেছেন মেহেদী রনি।

ছবির পরিচালক মাহমুদ হাসান শিকদার বলেন, 'আসলে ঠিক এতটা চাইনি। দর্শক আগ্রহ এবং প্রশংসা দেখে মনে হয়, আমি হয়তো তাদের বিনোদিত করার জন্য কিছু একটা করতে পেরেছি। আশা করছি, দর্শক সিনেমাটিও এভাবে লুফে নেবেন। কারণ দর্শক বিনোদনের কথা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করেছি। তবে এ কথা আমি জোর দিয়ে বলতে পারি, অবতার দর্শক বিনোদনের একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র।'

সমকালীন সমাজের অবক্ষয়ের বাস্তবতায় নির্মিত হয়েছে 'অবতার'। ছবিতে মাহিকে দেখা যাবে নতুন রূপে। ছবিটি নিয়ে মাহি বলেন, 'গল্পে দেখা যাবে আমি খুবই সাধারণ একটি মেয়ে। অনেক শান্ত স্বভাবের, কিন্তু সমাজের কিছু ঘটনায় আমি অশান্ত হয়ে উঠি। যতটা শান্ত ছিলাম, ঠিক ততটাই তার উল্টো হয়ে যাই। সেই হিসেবে বলব, নিজের চরিত্রের মধ্যেও একটা ভেরিয়েশন আছে, দর্শকদের কাছে একঘেয়ে লাগবে না।' মাহি ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন নায়ক আমিন খান, মিশা সওদাগর, সুব্রত প্রমুখ।

ছবি পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মাহমুদ হাসান। মানহীন কাজের চেয়ে ভালোমানের কম কাজ করাকে প্রাধান্য দিচ্ছেন মাহি। এরই ধারাবাহিকতায় কাজ করছেন 'আনন্দ অশ্রম্ন' সিনেমায়। ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। ছবিটির কাজ শেষের দিকে। চলতি বছরেই ছবিটি মুক্তির সম্ভবনা রয়েছে। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। এ ছবি নিয়ে মাহি বলেন, 'আনন্দ অশ্রম্ন' ছবির গল্প খুবই সুন্দর। পরিচালকও গুছিয়ে কাজটি করছেন। নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে শতভাগ চেষ্টা করছি। আমার বিশ্বাস ছবিটি দেখে দর্শকরা মুগ্ধ হবেন।'

এদিকে মাহি 'স্বপ্নবাজি' শিরোনামের একটি ভিন্ন ধর্মী চলচ্চিত্রেও কাজ করছেন। এর চিত্রনাট্য ও সংলাপ করেছেন শাহজাহান সৌরভ। চলচ্চিত্র ছাড়াও মাহি রায়হান রাফির পরিচালনায় 'দাগা' নামে একটি ওয়েব সিরিজে কাজ করছেন। এতে তার বিপরীতে কাজ করেছেন ইয়াশ রোহান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<63425 and publish = 1 order by id desc limit 3' at line 1