logo
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২ ফাল্গুন ১৪২৬

  বিনোদন রিপোর্ট   ২৫ আগস্ট ২০১৯, ০০:০০  

আলোচনায় নিশো-তিশা

আলোচনায় নিশো-তিশা
আফরান নিশো, তানজিন তিশা
এবার ঈদে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করতে দেখা গেছে সময়ের আলোচিত অভিনয়শিল্পী আফরান নিশো এবং তানজিন তিশাকে। সবগুলো নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারা। আলাদা আলাদা নাটকের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধেও অভিনয় করেছেন এই দুই তারকা। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিল তাদের 'মি অ্যান্ড ইউ' নাটকটি। রোমান্টিক ঘরানার এই নাটকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। নাটকটি রচনা করেছেন নির্মাতা নিজেই। 'ধ্রম্নব টিভি' প্রযোজিত এই নাটকটি গেল ঈদের দিন থেকে 'ধ্রম্নব টিভি' ইউটিউব চ্যানেলে প্রচার হয়ে আসছে। এরই মধ্যে নাটকটি ৩৪ লাখের বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকের গল্পে ভিন্নতা, নির্মাণশৈলীতে নতুনত্ব এবং আফরান নিশো ও তানজিন তিশার অনবদ্য অভিনয়ে প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছেন দর্শক।

এ প্রসঙ্গে ধ্রম্নব টিভি'র কর্ণধার ধ্রম্নব গুহ বলেন, 'ভালো গল্পের নাটক দেখার প্রতি যে দর্শকের আগ্রহ রয়েছে মি অ্যান্ড ইউ নাটকটিই তার প্রমাণ। আমরা চেষ্টা করছি ভালো ভালো গল্পের নাটক প্রযোজনা করতে। এরই মধ্যে আমাদের চ্যানেলে প্রকাশিত ইনকমপিস্নট ও 'দ্য লাইফ অব জলিল নাটকও দর্শক বেশ আগ্রহ নিয়ে দেখছেন। আমি বিশ্বাস করি গল্প ভালো হলে দর্শক তা দেখবেনই। কারণ দর্শক তার ব্যস্ত জীবনের অবসরে ভালো গল্পের নাটকই উপভোগ করতে চান। ধন্যবাদ নির্মাতা অমি, ধন্যবাদ 'মি অ্যান্ড ইউ' নাটকের অভিনয়শিল্পী আফরান নিশো, তানজিন তিশাসহ সবাইকে।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে