logo
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৭

  অনলাইন ডেস্ক    ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

ছোটপর্দার অনুষ্ঠানমালা

বিটিভি ও বিটিভি ওয়াল্ডে আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'জলকুমারী'। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করছেন নিয়াজ মাহবুব। এতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, খাইরুল আলম সবুজ, মৌটুসি বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, তানভীর, শশী, গোলাম কিবরিয়া তানভীর, রিমি করীম প্রমূখ।

আরটিভিতে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ১০টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'চিটিং মাস্টার'। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার

স্টার জলসায় আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'ময়ূরপঙ্খী'।

জি বাংলায় আজ রাত ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'বকুল কথা'। এই ধারাবাহিকে অভিনয় করেছেন উষশী রায়, হনি বাফানা, উপনীত ব্যানার্জী, শুভজিৎ করসহ অনেকে

এনটিভিতে আজ রাত ৮-২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'সোনার খাঁচা'। বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, নাবিলা ইসলাম, আল মনসুর, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, শাহানাজ খুশি, শানু, আরফান আহমেদ, সজিব, হারুন, রাজা প্রমুখ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে