শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

'মায়াবতী'তে মায়া ছড়াচ্ছেন তিশা

নতুনধারা
  ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
নুসরাত ইমরোজ তিশা

আকাশ নিবির

টিভি ও চলচ্চিত্রের সফল অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২০০৯ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'থার্ড পারসন সিঙ্গুগুলার নাম্বারের মাধ্যমে প্রথমবার বড় পর্দায় নিজেকে মেলে ধরেন তিনি। এরপর থেকে তিশা অভিনীত যত ছবি মুক্তি পেয়েছে, সবই তার সাবলীল অভিনয়ে দর্শকের প্রশংসা পেয়েছেন। ব্যতিক্রম হলো না এবারও। শুক্রবার মুক্তি পেয়েছে অরুণ চৌধুরী পরিচালিত তার নতুন ছবি 'মায়াবতী'। এই ছবির মাধ্যমেই প্রথমবার নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই বেশ সাড়া পাচ্ছেন এই অভিনেত্রী। ছবিটি ব্যবসা সফল হবে কিনা- এ নিয়ে এখনই কিছু না বলা গেলেও সুধী মহলে তিশার দৃষ্টিনন্দন অভিনয়ের বেশ প্রশংসা পাচ্ছে। এমনকি এমন সাবলীল অভিনয়ের জন্য তিশাকে সাধুবাদও জানিয়েছেন চলচ্চিত্রের অনেকে। অনেক দর্শক আবার কেবলমাত্র তিশার অভিনয় দেখার জন্যও প্রেক্ষাগৃহে যাচ্ছেন। আর দর্শকের এই ভালোবাসায় অনেকটাই উচ্ছ্বসিত তিশা। শুধু তাই নয়, মুক্তির প্রথম দিন থেকেই বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে ছবিটি উপভোগ করছেন তিশা। তার সঙ্গে রয়েছেন ছবির পরিচালক অরুণ চৌধুরী, নায়ক ইয়াশ রোহানসহ মায়াবতীর পুরো টিম।

খোঁজখবর নিয়ে এবং সরজমিনে রাজধানীর বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখা গেছে, 'মায়াবতী'র গল্প এবং ছবির 'মায়া' চরিত্রটি নিয়ে বেশ উৎসাহ দর্শকের। পতিতা পলস্নীতে একজন নারীর বেড়ে উঠার কাহিনীও মুগ্ধ করেছে বলে মন্তব্য করেছেন অনেক দর্শক। ঢাকার মধুমতি হলে আসা দর্শক জানান, 'পরিচালক এই ছবির মাধ্যমে সমাজের কিছু সত্য ঘটনা তুলে এনেছেন। একটি অসামাজিক জায়গা থেকেও যে ভালো কিছু দেখানো সম্ভব সেটি পরিচালক তার নিপুণ গল্পে দেখিয়ে দিয়েছেন। পাশাপাশি ফজলুর রহমান বাবুর অভিনয় ছিল বেশি প্রশংসনীয়। গল্পের কিছু কিছু ভুল ত্রম্নটি আছে। তবে অসম্ভব সুন্দর অভিনয় করেছেন তিশা। তার অভিনয় আমার হৃদয় ছুঁয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার হৃদয়ে দাগ কেটেছে। ছবির 'যাব মদিনা' গানটি শোনে অনেক আবেগাপস্নুত হয়ে কেঁদেই ফেলিছি আমি।'

এ প্রসঙ্গে নুসরাত ইমরোজ তিশা বলেন, 'এখনও যে দর্শক হলে এসে দেশীয় চলচ্চিত্র দেখে তা আসলে নিজে না গেলে বুঝতাম না। একটি চলচ্চিত্রের মুক্তি থেকে প্রচার আর প্রচারণার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে দর্শকদের মধ্যে আরও দেশীয় ছবির প্রতি ভালোবাসা তৈরি হবে। আমাদের দেশের দর্শকরা এখনও কিন্তু ভীষণ বিনোদনপ্রেমী। আমি বিশ্বাস করি, ভালো গল্পের চলচ্চিত্র দর্শক এখনও প্রেক্ষাগৃহে এসে দেখছে এবং আগামীতেও দেখবে।'

মায়াবতী'র গল্প প্রসঙ্গে তিশা বলেন, 'আমার চরিত্রের নাম 'প্রিন্সেস মায়া'। ছোটবেলা আমার মা সৎ সাহসের জন্য প্রায়ই একটি গান শোনাতো। হঠাৎ একদিন আমার জোরপূর্বক বাল্যবিয়ের চেষ্টা চালানো হয়। সেই বাল্যবিয়ের ভয়ে আমার মা এক আত্মীয়ের সঙ্গে শহরে পাঠালে তিনি আমাকে একটি যৌন পলস্নীতে বিক্রি করে দেয়। প্রথমদিন আমাকে ফজলুর রহমান বাবু আমার গান শুনে মুগ্ধ হয়ে আমাকে নিয়ে অসামাজিক কাজ থেকে বিরত রাখতে ওস্তাদের মতো করে গান শিখায়। এর মধ্যে আমার আর ইয়াশ রোহানের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হয়। কিন্তু একটি অশুভ ছায়া এসে আমাদের বিরুদ্ধে খুনের দায়ে আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে ইয়াশ রোহানের শত চেষ্টায় আর আদালত থেকে মিথ্যা খুনের দায়ে আমি বের হয়ে আসি। অনেক ছোট ছোট গল্পের সংমিশ্রণ রয়েছে ছবিটিতে।

উলেস্নখ্য, 'মায়াবতী' চলচ্চিত্রটি ঢাকাসহ সারাদেশে ঢাকা স্টারসিনেপেস্নক্স আর বস্নাকবাস্টারসহ মাত্র ১৪টি হলে মুক্তি দিয়েছেন। এই চলচ্চিত্রে নুসরাত ইমরোশ তিশা, ফজলুর রহমান বাবু ও ইয়াশ রোহান ছাড়াও আরও অভিনয় করেছেন, রাইসুল আসাদ, অরুণা বিশ্বাস, দিলারা জামানসহ অনেকে। এ ছাড়াও চলচ্চিত্র আগামীকাল সোমবার ১৬ সেপ্টেম্বর স্টার সিনেপেস্নক্সের আমন্ত্রণে মিডিয়ার সব সেলেব্রেটি ও বিনোদন সাংবাদিকদের 'মায়বতী' চলচ্চিত্র দেখানো হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<66721 and publish = 1 order by id desc limit 3' at line 1