logo
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২ ফাল্গুন ১৪২৬

  বিনোদন ডেস্ক   ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০  

এবার 'বম্বে গার্ল' হচ্ছেন জাহ্নবী কাপুর

এবার 'বম্বে গার্ল' হচ্ছেন জাহ্নবী কাপুর
জাহ্নবী কাপুর
'ধড়ক' সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শ্রীদেবী-বনি কাপুরকন্যা জাহ্নবী কাপুর। তারপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। শিডিউল খাতায় ক্রমেই যোগ হচ্ছে নতুন নতুন সিনেমার সংখ্যা। রয়েছে বেশকিছু বিগ বাজেট ও ভিন্ন ঘরানার সিনেমাও। গুঞ্জন সাক্সেনার বায়োপিক, রুহি আফজা, দোস্তানা-টু'র পর একটি বিশেষ সিনেমায় কাজ করতে চলেছেন এই নায়িকা। জানা গেছে বাবা বনি কাপুরের প্রযোজনায় একটি ছবি করতে যাচ্ছেন তিনি। প্রাথমিকভাবে ছবির নাম ঠিক হয়েছে 'বম্বে গার্ল'। ২০২০ সালের জানুয়ারি মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এতে একেবারে অন্য অবতারে দেখা যাবে জাহ্নবীকে। বাবা-মেয়ের একসঙ্গে কাজ হওয়ায়, এই প্রজেক্ট দু'জনের জন্য খুব স্পেশাল হতে চলেছে। বনি কাপুর ছাড়াও এই সিনেমার প্রযোজনায় রয়েছেন মহাবীর জৈন।

শোনা যাচ্ছে, 'বম্বে গার্ল'র চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন সঞ্জয় ত্রিপাঠী। বিষয়টি নিয়ে বনি কাপুর জানিয়েছেন, 'এই ছবি নিয়ে আমি ভীষণই উচ্ছ্বসিত। এতদিন সব ছবিতে জাহ্নবী যা করেছে, তার থেকে এক্কেবারে আলাদা রূপে ওকে এই ছবিতে পাওয়া যাবে। যখনই কোনও মা-বাবা তার সন্তানের সঙ্গে কাজ করেন, সেই সফরটা খুবই বিশেষ হয়ে ওঠে। আমার ক্ষেত্রেও এর কোনও ব্যতিক্রম হয়নি। অর্জুনের সঙ্গেও যখন প্রথমবার কাজ করেছিলাম, একই অনুভূতি হয়েছিল।'

ছবির অন্য প্রযোজক মহাবীর জৈন বলেছেন, 'একটা প্রতিশ্রম্নতি দিতে পারি, এই সিনেমা ভোলার মতো হবে না। দর্শকের মনে আজীবন গেঁথে থাকবে।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে