বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজ্ঞাপনচিত্রে আগ্রহ বাড়ছে তারকাদের

নতুনধারা
  ২১ অক্টোবর ২০১৯, ০০:০০
বিদ্যা সিনহা মিম

বিনোদন রিপোর্ট

প্রায় প্রত্যেক তারকাই কমবেশি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। সারা বছর নাটক-সিনেমায় ব্যস্ত থাকলেও বিজ্ঞানচিত্রের সুযোগ হাতছাড়া করতে চান না কোনো অভিনয়শিল্পী। সময় কম, ভালো সম্মানী, কম সময়ে বেশি পরিচিতি, দীর্ঘ সময় দর্শক প্রতিক্রিয়াসহ নানা কারণে বিজ্ঞাপনচিত্রে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা। অনেক তারকারই শোবিজে পথচলা সহজ হয়েছে বিজ্ঞাপনের কল্যাণে। আবার কেউ কেউ তারকাখ্যাতির পরেও বিজ্ঞাপনে মনোযোগী হয়েছেন। সম্প্রতি বিজ্ঞাপনচিত্রের আগ্রহ বেড়েছে তারকাদের।

ছোটপর্দার অভিনেত্রী তারিন জাহানকে আগের মতো নাটকে দেখা যায় না। তবে সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন মৈত্রী শিল্পের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ৯ অক্টোবর থেকে কক্সবাজারে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়। এটি নির্মাণ করছেন আফতাব বিন তমিজ। তারিন জাহান বলেন, 'মৈত্রীশিল্পের নানান পণ্য বিক্রির পর যা আয় হয় তা এই শিল্পের পণ্য উৎপাদনে সম্পৃক্ত স্পেশাল চাইল্ডদের জন্য ব্যয় করা হয়। এই শিল্প থেকে উৎপাদিত মুক্তা পানি খুব ভালো পানি। এই শিল্পেরই পণ্যের বিজ্ঞাপনে আমি মডেল হিসেবে কাজ করতে যাচ্ছি। আমি আন্তরিক ধন্যবাদ দিতে চাই সমাজকল্যাণ মন্ত্রণালয়কে এমন একটি কাজের সঙ্গে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।

চলতি মাসেই নতুন দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন বিদ্যা সিনহা মিম। গত শুক্রবার রাজধানীর শাহবাগের একটি পাঁচ তারকা হোটেলে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের রিয়েল এস্টেটের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন মিম। এটি নির্মাণ করেছেন সনক মিত্র। বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে শুধু মিমই ছিলেন। এ ছাড়া আগামী ২৮ অক্টোবর মিম অমিতাভ রেজার নির্দেশনায় আরও একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন। এটি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের তেলের বিজ্ঞাপন বলে জানান মিম। একই মাসে পরপর দুটি বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে মিম বলেন, 'দুটো বিজ্ঞাপনে কাজ করার জন্য সব কিছুই ব্যাটে-বলে মিলেছে বিধায় কাজ করছি। আমি সবসময়ই বিজ্ঞাপনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি কয়েকটি কারণে। বিজ্ঞাপনে কাজ করলে বছরজুড়ে রেসপন্স পাওয়া যায়। বিজ্ঞাপনে কাজ করলে নির্ধারিত সময় কম লাগে। তবে এটা সত্যি, শ্রম অনেক বেশি দিতে হয়। তাই বিজ্ঞাপনে কাজ করাটা আমি সব সময়ই বেশি উপভোগ করি।'

বর্তমান সময়ের টিভি নাটকের আলোচিত অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর পরিচিতি পান বিজ্ঞাপন দিয়ে। নাটকে ব্যস্ততার ফাঁকে বিজ্ঞাপনচিত্রেও কাজ করেন তিনি। চলতি মাসের শুরুর দিকে নাফিজের পরিচালনায় একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন মেহজাবিন। চলতি বছরে ঈদে রাঙাপরী মেহেদীর বিজ্ঞানে কাজ আফরান নিশোর সঙ্গে কাজ করেন এই অভিনেত্রী। মেহজাবিন চৌধুরী বলেন, 'বিজ্ঞাপনে কাজ করার ক্ষেত্রে অনেক ভেবে-চিন্তেই কাজ করি। কারণ বিজ্ঞাপন চ্যানেলে চ্যানেলে বহুবার প্রচার করা হয়। সে ক্ষেত্রে আমাকেও কাজ করার সময় একটু সচেতন বেশিই থাকতে হয়। যেন কাজটি ভালো হয়। আমার মনের মতো হলেই বিজ্ঞাপনে কাজ করি।' 'আয়নাবাজি'খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। সম্প্রতি উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকলেও তাকে খুব কমই দেখা যায় নাটক-টেলিছবিতেও। সম্প্রতি চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন বিজ্ঞাপনে। তৌহিদ মিতুলের পরিচালনায় ওয়ালটনের তিনটি ভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখা যাবে এই জুটিকে। নাবিলা বলেন, 'আলাদা আলাদা গল্পে আলাদা আলাদা প্রোডাক্ট। আইডিয়াগুলো খুব ভালো। আরিফিন শুভর সঙ্গেও প্রথমবার কাজ এটাও ভালো লাগছে।' এর আগে গেল রোজার ঈদে একটি এলপি গ্যাসের বিজ্ঞাপনে কাজ করেছিলেন নাবিলা।

গত ১৩ অক্টেবার বিএফডিসিতে রানা মাসুদের পরিচালনায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের (এসকেবি) কুক ওয়্যারের বিজ্ঞাপনে শুটিং করেন ফারিয়া শাহরিন। তিনি বলেন, 'অভিনয়ের চেয়ে বিজ্ঞাপনে কাজ করতেই আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাকে কিন্তু দর্শক বিজ্ঞাপনে কাজের মধ্যদিয়েই বেশি চিনেছেন, জেনেছেন। তা ছাড়া বিজ্ঞাপনে কাজ করলে দর্শকের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়।' সেপ্টেম্বরের শেষে রূপচাঁদা চিনি গুঁড়া চালের নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। এ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ইফতেখার আহমেদ অশিন। ঊর্মিলা বলেন, 'নাটকের পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করতে বেশ ভালো লাগে। চেষ্টা করি পছন্দসই কিছু টিভিসি করার। এতে দর্শকের সঙ্গে যোগাযোগটা নিয়মিত হয়।'

৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন মনোয়ার হোসেন ডিপজল। জনসচেতনতামূলক বিজ্ঞাপন 'দেশ আমার দোষ আমার' স্স্নোগান নিয়ে গত জুলাইয়ে এটি নির্মিত হয়েছে প্রাণ-আরএফএল গ্রম্নপের সৌজন্যে। ডিপজল বলেন, 'অনেকে ফোন দিয়ে এর প্রশংসা করছেন। ভাবছি চলচ্চিত্রের পাশাপাশি আরও কিছু বিজ্ঞাপনে কাজ করব।'

নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছে আইরিন সুলতানা। ভিজু্যয়ালাইজারের তত্ত্বাবধানে নির্মিত 'জেনেরিও এন্টি এইজিং ক্রিম' বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। গত মাসের শেষের দিকে এফডিসিতে এই বিজ্ঞাপনচিত্রটির শুটিং শেষ হয়েছে। আইরিন বলেন, 'এমন ধরনের ভিন্ন স্বাদের কাজ করতে আসলে ভালোই লাগে। এই বিজ্ঞাপনে দর্শক ভিন্ন চমক হিসেবে আমাকে দেখবেন।' চলতি বছরের এপ্রিলে ওরস্যালাইনের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন শাকিব খান। এতে তাকে দেখা গেছে 'হারকিউলিস'রূপে। চলতি বছরের শুরুর দিকে 'সুন্দরী নারিকেল তেল'র বিজ্ঞাপনে মডেল হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর আগেও বিভিন্ন পণ্যের মডেল হয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<72001 and publish = 1 order by id desc limit 3' at line 1