শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০

কে হবেন মিস

ইউনিভার্স বাংলাদেশ!

বিনোদন রিপোর্ট

কে হবেন মিস ইউনিভার্স বাংলাদেশ! ফয়সালা হবে আজই। আজ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন যিনি হবেন, তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আগামী ১৯ ডিসেম্বর বসবে 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতার ৬৮তম আসর। এই প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন জেসিয়া বলেন, 'এ ধরনের সুন্দরী প্রতিযোগিতায় বরাবরই আমি অংশগ্রহণ করতে চাই। নিজেকে প্রমাণ করতেও চাই। আমি বিশ্বাস করি, একজন মানুষের জীবনে অনেকবারই সুযোগ আসে, এটি তেমনই। যদি চ্যাম্পিয়ন না-ও হই, তারপরও কোনো আফসোস থাকবে না। তবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়ে আরেকটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারটি অনেক বেশি চ্যালেঞ্জিং। নিজেকেই নিজের অনুপ্রেরণা মনে করেই প্রতিটি ধাপ পেরিয়ে এসেছি।'

এদিকে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার সেরা ১০-এ জায়গা করে নিতে পেরে ভীষণ উচ্ছ্বসিত শিলা। নিজেকে সার্থকও মনে করছেন। বললেন, 'আমি মনে করি, এই পস্ন্যাটফর্ম আমার জন্য অনেক জরুরি। যে লক্ষ্য নিয়ে আমি এগোনোর চিন্তা করেছি, তা বাস্তবায়নে এই প্রতিযোগিতা অনেক বেশি সহায়ক হবে। সে কারণে আমি এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছি।'

আয়োজক সূত্র নিশ্চিত করেছে, মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ীকে মুকুট পরিয়ে দেবেন ১৯৯৪ সালের 'মিস ইউনিভার্স' বিজয়ী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। অনুষ্ঠানের দিন সকালে তিনি ঢাকায় আসবেন।

ঢাকায় আসছেন

শ্বেওতা ওয়ার্পে

বিনোদন রিপোর্ট

বাংলাদেশে আসছেন ভারতের 'মিস এলিট এশিয়া-২০১৮' এবং 'মিসেস জাতিসংঘ সুন্দরী' খেতাব বিজয়ী ইয়োগা থেরাপিস্ট শ্বেওতা ওয়ার্পে। বাংলাদেশের জাতীয় এনজিও ডরপের 'বটম লাইনিং মা সংসদ'-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আগামী ৩০ অক্টোবর ঢাকায় আসছেন তিনি। চার দিনের সফরে শ্বেওতা ওয়ার্পে ৩১ অক্টোবর গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ডরপ উদ্ভাবিত এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠায় মাতৃত্বকালীন ভাতাকেন্দ্রিক 'স্বপ্ন প্যাকেজ' কার্যক্রম পরিদর্শন করবেন। ২ নভেম্বর মহাখালী ব্র্যাক সেন্টার ইনে 'স্বপ্ন প্যাকেজ'প্রাপ্ত মায়েদের পরিবারের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, মা-শিশুর স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, কর্মসংস্থান ও সৌন্দর্য অবস্থা বিবেচনায় 'স্বপ্ন মা সেরা দশ' প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং 'দেহ-মন-সুস্থ' বিষয়ক যোগব্যয়াম প্রদর্শন করবেন।

প্রক্রিয়াগত ও প্রতিযোগিতামূলক মানদন্ডের মাধ্যমে উপজেলা পর্যায়ের বিজ্ঞ কমিটি কর্তৃক মূল্যায়ন করে 'স্বপ্ন প্যাকেজ' কর্মসূচির ১২ উপজেলা থেকে ১০ জন মা জাতীয় পর্যায়ের জন্য 'স্বপ্ন মা সেরা দশ' নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ১০ জনকে নিয়ে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে 'মা সংসদ' অধিবেশনসহ 'স্বপ্ন মা সেরা দশ' থেকে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিজয় মুকুট ও পুরস্কার তুলে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<72282 and publish = 1 order by id desc limit 3' at line 1