logo
সোমবার ২৭ মে, ২০১৯, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১১ আগস্ট ২০১৮, ০০:০০  

বিপাকে আনুশকা

বিপাকে আনুশকা
টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের কাছে হেরেছে ভারত। তবে ক্রিকেটারদের চেয়ে ভারতীয় সমথর্কদের তোপের মুখে অধিনায়ক কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শমার্। মূল ঘটনা একটি ছবিকে কেন্দ্র করে। দ্বিতীয় টেস্টের আগে সোমবার ভারতীয় জাতীয় ক্রিকেট দল গিয়েছিল লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসের একটি অনুষ্ঠানে। সেখানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বোডর্ অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অফিসিয়াল একাউন্টে পোস্ট করা হয়। ওই ছবিতে দেখা যায়, ভারতীয় দলের খেলোয়াড়-কোচিং স্টাফদের সঙ্গে রয়েছেন আনুশকাও। অধিনায়ক কোহলির পাশে যে জায়গায় সহ-অধিনায়কের দঁাড়ানোর কথা সেখানেই দঁাড়িয়ে রয়েছেন আনুশকা। আর তাতেই সমথর্কদের তোপের মুখে কোহলিপতœী।

সমথর্কদের দাবি, আনুশকা হতে পারেন ভারতীয় ক্রিকেটের ‘ফাস্টর্ লেডি’, কিন্তু তিনি কীভাবে সহ-অধিনায়কের জায়গায় দঁাড়িয়ে ছবি তোলেন? শুধু তাই নয়, টেস্ট সিরিজ মাঠে গড়ানোর আগেই বিসিসিআই জানিয়েছিল, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রী ও বান্ধবীরা থাকতে পারবেন না। তাহলে আনুশকা লন্ডনে এখনও কী করছেন? আর একান্তই যদি থাকতে হয়, তাহলে বাকি ক্রিকেটারদের স্ত্রীরা কোথায়? আনুশকার সমালোচনায় আলি নামের একজন লিখেছেন, ‘সহ-অধিনায়ক শেষের সারিতে। আর ভারতীয় ক্রিকেটের ফাস্টর্ লেডি সামনের সারিতে। কী অদ্ভুত। অথচ এই লোকগুলোই কদিন আগে ভাষণ দিয়েছিল।’ মিশ্রা নিখার নামের এক সমথর্ক লিখেছেন, ‘বিসিসিআইয়ের কোনোভাবেই উচিত নয় এভাবে কাউকে অতিরিক্ত গুরুত্ব দেয়া। এর আগে শচিনও ছিলেন কিংবদন্তি খেলোয়াড়, সম্মানিত এবং একই সঙ্গে বিবাহিত। কিন্তু তিনি তো কখনই এ রকম শো অফ করেননি। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন ঠিক আছে। তাই বলে তাকে সব জায়গায় তো দেখানোর দরকার নেই।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে