মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুই বাংলায় অভিনন্দনে ভাসছেন জয়া

বিনোদন রিপোর্ট
  ১০ নভেম্বর ২০১৯, ০০:০০
জয়া আহসান

চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার নিজের প্রযোজনার প্রথম ছবি 'দেবী'তে অনবদ্য অভিনয়ের জন্য ২০১৮ সালের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার পর থেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন জয়া। বাংলাদেশ ও কলকাতার অসংখ্য ভক্ত তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ফেসবুক, ভাইবার, টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তার বন্ধু-সহকর্মীরাও। কলকাতার নির্মাতা অরিন্দম শীল, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিত মুখার্জী, অভিনেত্রী পাওলী দামসহ অনেকেই জয়াকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ফরিদুর রেজা সাগর, নির্মাতা অনম বিশ্বাস, অভিনেতা চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, অভিনেত্রী ভাবনা, শবনম ফারিয়াসহ অনেকে। ফের চলচ্চিত্র পুরস্কারের খবরে উচ্ছ্বসিত জয়া। তিনি বলেন, খুব ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে নিজের প্রযোজিত ও অভিনীত 'দেবী' সিনেমার জন্য পুরস্কার পাওয়ায়। এজন্য দর্শক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্যদের কাছে কৃতজ্ঞ।'

মডেল হিসেবে যাত্রা শুরু করেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেখানে বাজিমাত করে নাম লিখিয়েছিলেন নাটক-টেলিছবিতে। এরপর আসেন চলচ্চিত্রে। সেখানেও সাফল্য ধরা দেয় তাকে। জয়া মন জয় করেন দুই বাংলার দর্শকদের। জয়া আহসান প্রথম বাংলাদেশি 'ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড' পাওয়া অভিনেত্রী। এর আগে তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। প্রথমবার ২০১১ সালে নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত 'গেরিলা' চলচ্চিত্রে অভিনয়ের জন্য। এরপর তিনি রেদওয়ান রনির 'চোরাবালি' এবং অনিমেষ আইচের 'জিরো ডিগ্রি' চলচ্চিত্রে অভিনয়ের জন্য আবারো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এবার তিনি পেলেন নিজের প্রযোজনার ছবি 'দেবী' চলচ্চিত্রে অভিনয়ের জন্য। গত বছর দেশে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত ও প্রযোজিত 'দেবী' ছবিটি। দর্শকদের মন জয় করে সেই ছবি। প্রয়াত হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিতে দেখা যায় বিখ্যাত চরিত্র মিসির আলিকেও। মিসির আলির ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। দেবী উপন্যাসের রানুর চরিত্রে রূপদান করেছেন জয়া আহসান। জয়া আহসান ও চঞ্চল চৌধুরী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ জাকিরসহ আরও অনেকে।

জয়া আহসান শেষ করেছেন বাংলাদেশের চলচ্চিত্র নূরুল আলম আতিকের 'লাল মোরগের ঝুঁটি', 'পেয়ারার সুবাস' ও মাহমুদ দিদারের 'বিউটি সার্কাস', সরকারি অনুদানের ছবি 'অলাতচক্র'। মুক্তির অপেক্ষায় আছে ছবিগুলো। অন্যদিকে কলকাতার একাধিক ছবিতেও কাজ করছেন জয়া। এদিকে, গত শুক্রবারে বাংলাদেশে মুক্তি পেয়েছে তার অভিনীত কলকাতার ছবি 'কণ্ঠ'। সাফটা চুক্তির নিয়মানুযায়ী ছবিটি আমদানি করেছেন ইমপ্রেস টেলিফিল্ম। ছবিটি দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74900 and publish = 1 order by id desc limit 3' at line 1