বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

বশির আহমেদের ৮০তম জন্মদিনে নানা আয়োজন

বিনোদন রিপোর্ট

একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের সংগীতাঙ্গনের প্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী বশির আহমেদের ৮০তম জন্মবার্ষিকী আগামী ১৮ নভেম্বর। তার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুযোগ্য উত্তরসূরি তার দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে আগামী ১৭ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে 'বশির আহমেদ সম্মাননা ২০১৯'-এর আয়োজন করা হয়েছে। তার জন্মবার্ষিকীতে তার শীষ্য বাংলাদেশের সংগীতাঙ্গনের প্রতিথযশা সংগীতশিল্পী কনকচাঁপা ও হোমায়রা বশির, রাজা বশির গুরুর প্রতি গুরুদক্ষিণামূলক একটি বিষয়ভিত্তিক গান গেয়েছেন। গানের শিরোনাম হচ্ছে 'তোমার উপমা তুমি'। গানটি লিখেছেন এনামুল হক অপু। গানটির সুর সংগীত করেছেন রাজা বশির। গেল ১০ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরে বশির আহমেদের বাসায় 'সারগাম সাউন্ড স্টেশন'-এ তারা তিনজন এই গানে কণ্ঠ দেন। এই সময়ে উপস্থিত ছিলেন বরেণ্য সংগীত পরিচালক মইনুল ইসলাম খান। ওস্তাদকে নিয়ে গান গাওয়া প্রসঙ্গে কনকচাঁপা বলেন, 'সত্যি বলতে কী গানটির যেদিন ভয়েস দিলাম সেদিন সারাটি দিনই আমি মিশ্র এক অনুভূতির মধ্য দিয়ে পার করেছি। বারবারই শুধু মনের ভেতর অনুশোচনা হচ্ছিল ওস্তাদজি বেঁচে থাকতে কেন এমন একটি গান করা হলো না। তার জীবদ্দশায় এমন একটি গান হলে তিনি নিশ্চয়ই ভীষণ খুশি হতেন। রাজা বশির জন্মগতভাবে একজন শিল্পী। যে কারণে বাবাকে নিয়ে তার এই থিম সংটি যতটা চমৎকার হওয়ার ঠিক যেন তাই হয়েছে। আমার স্বামীও ছিলেন গানটির রেকর্ডিংয়ের সময়, তিনিও রাজার সুর সংগীতে মুগ্ধ হয়েছেন। সত্যি বলতে কী আমার ওস্তাদজি শুধু আমার ওস্তাদই ছিলেন না, তিনি ছিলেন আমার জীবন দর্শন। এমন একটি কাজের সাথে আমাকে সম্পৃক্ত রাখার জন্য হোমায়রা এবং রাজাকে আন্তরিক ধন্যবাদ।'

নানা হওয়ায় উচ্ছ্বসিত ডিপজল

বিনোদন রিপোর্ট

নানা হয়েছেন চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজল। তার কন্যা ওলিজা মনোয়ার গতকাল ৯ নভেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে ওলসায় রাহমান। পুত্র ও মা দুজনই সুস্থ আছেন। বিষয়টি নিয়ে ডিপজলের সঙ্গে যোগাযোগ করা হলে উচ্ছ্বসিত এ অভিনেতা বলেন, ?'উৎসব, উৎসব; বাসায় উৎসব চলতাসে। আমি নানা হইছি।'

সবার কাছে দোয়াও চেয়েছেন এক সময়ের জনপ্রিয় এ খল-অভিনেতা। তিনি আরও বলেন, 'প্রথম নানা হলাম, আনন্দটা অনেক বেশি। মেয়ে ও নাতি দুজনই ভালো আছে। সবাই আমার নাতির জন্য দোয়া করবেন।'

গত বছরের জুনে বিয়ে করেন ওলিজা মনোয়ার। ২৮ জুন হয় বড় বিবাহোত্তর সংবর্ধনা। ওলিজার স্বামী অর্পণ, পেশায় ব্যবসায়ী।

ওলিজা মনোয়ার বিদেশ থেকে চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটার আর প্রসথেটিক মেকআপের ওপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন। পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করছেন। এছাড়া অ্যাগ্রো, বিউটি পারলারসহ বেশকিছু ব্যবসাতে সরাসরি অংশগ্রহণ রয়েছে তার।

অনন্যার নতুন ছবি

বিনোদন ডেস্ক

বলিউডের নবীনতম সদস্য অনন্যা পান্ডে। পরিবারের দাপটে নয়, অনেকটা নিজের চেষ্টায় বলিউডে সুযোগ পেয়েছেন তিনি। বলিউড যাত্রার অল্প দিনেই এসেছেন আলোচনায়। এবার মুক্তি পাচ্ছে অনন্যা ও কার্তিক আরিয়ান অভিনীত ছবি 'পতি পত্নী অউর ও'। ইতোমধ্যে এ ছবির টিজার আগ্রহ তৈরি করেছে সাধারণের মনে। জানা গেছে সব ঠিকঠাক থাকলে আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ ছবির একটি গানের দৃশ্য। এতে পানশালায় উন্মাত্ত হয়ে নাচতে দেখা গেছে অনন্যা ও কার্তিককে। সম্প্রতি মুক্তি পায় পতি পত্নী অউর ও-র গান 'ধিমে ধিমে'। সেখানেই কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডেকে একসঙ্গে নাচতে দেখা যায়। কার্তিক এবং অনন্যার পাশাপাশি ভূমি পেদনেকরকেও দেখা যায় ধিমে ধিমের তালে ধামাকাদার নাচতে। নেহা কক্কর এবং টনি কক্করের গান ধিমে ধিমে প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75067 and publish = 1 order by id desc limit 3' at line 1