বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জনসচেতনতায় মেহজাবিন

নতুনধারা
  ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০
মেহজাবিন চৌধুরী

বিনোদন রিপোর্ট

ইউটিআই রোগ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যসম্মত ও নারীবান্ধব টয়লেটের দাবি জানিয়েছেন এ সময়ের ব্যস্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে একজন অভিনেতা বা অভিনেত্রীর রাত কিংবা দিনের অনেকটা সময় শুটিং সেটে কাটাতে হয়। অনেক সময় আউটডোর শুটিংয়ের জন্য দূর-দূরান্তেও যেতে হয়। অন্যান্য পেশার নারীদের মতো অভিনয় জগতের নারীদেরও বেশকিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয় নিয়মিত; যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাব। আর দীর্ঘক্ষণ টয়লেটে যেতে না পারার কারণে, তাদের কেউ কেউ আক্রান্ত হচ্ছেন ভয়াবহ ইউটিআই রোগে। এ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন মেহজাবিন।

তিনি বলেন, 'প্রতিদিন আমরা যে সমস্যার সম্মুখীন হই, তা হলো একটি স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাব। বাসার বাইরের নোংরা টয়লেট ব্যবহারে হতে পারে ইউটিআই বা ইউরিন ইনফেকশন। আসুন, আমরা সকলে ইউটিআই বিষয়ে সচেতন হই।'

জানা গেছে, 'জীবাণুঘটিত রোগগুলোর মধ্যে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন (ইউটিআই) অন্যতম। এই প্রদাহ থেকে ক্রনিক রেনাল ফেইলিওর বা ধীরগতিতে কিডনি অকেজো হতে পারে। যার শেষ পরিণতি হিসেবে হতে পারে মরণব্যাধি ক্যান্সার। ২০১৬-২০১৭ সালে নগরীতে ২০০ জনের ওপর এক গবেষণা জরিপে দেখা যায়, ঢাকা শহরে ৮০ শতাংশ নারী ঘর থেকে বের হওয়ার সময় পানি খান না। কারণ এই শহরে নারীদের জন্য পর্যাপ্ত টয়লেট না থাকায় পানি খেলে তাদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রেলস্টেশন, বাস কাউন্টার, হাসপাতাল, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ অনেক ক্ষেত্রেই নারীবান্ধব টয়লেট খুব একটা দেখা যায় না।'

ইউটিআই-এর ব্যাপকতা এবং ভয়াবহতা বিষয়ে আমাদের দেশে এর আগে তেমন কোনো সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হয়নি। তবে সম্প্রতি #ঐধৎঢ়রপঅমধরহংঃটঞও শিরোনামে একটি ডিজিটাল ক্যাম্পেইন শুরু হয়েছে। যার লক্ষ্যই হলো ইউটিআই বিষয়ে সচেতনতা তৈরি করা এবং দেশে নারীবান্ধব ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75936 and publish = 1 order by id desc limit 3' at line 1