logo
বুধবার, ০৫ আগস্ট ২০২০, ২১ শ্রাবণ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

আমজাদ হোসেনের প্রথম মৃতু্যবার্ষিকী আজ

আমজাদ হোসেনের প্রথম মৃতু্যবার্ষিকী আজ
আমজাদ হোসেন
বিনোদন রিপোর্ট

দেখতে দেখতে কেটে গেল একটি বছর। গত বছরের এই দিনে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান দেশের প্রখ্যাত চলচ্চিত্র ও নাট্য নির্মাতা আমজাদ হোসেন। আজ তার প্রথম মৃতু্যবার্ষিকী। এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

তাকে স্মরণ করে তার নিজ জন্মভূমি জামালপুরে এক শোকর্ যালির আয়োজন করা হয়েছে। জামালপুরের উদীচী, খেলাঘরসহ ৭০টি সংগঠনের অংশগ্রহণে এ শোকর্ যালিটি সকাল ১০টায় কামালতলা মোড় থেকে শুরু হয়ে আমজাদ হোসেন শায়িত পৌর কবরস্থানে গিয়ে শেষ হবে। এ সময় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানাবেন সংগঠনের নেতৃবৃন্দ। জামালপুরের জেলা প্রশাসক ও আশেক মাহমুদ কলেজের প্রিন্সিপালের নেতৃত্বে আয়োজিত এ শোকর্ যালিতে অংশ নেবেন আমজাদ হোসেনের সন্তানগণ। দিনব্যাপী কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এসব সংগঠনের পক্ষ থেকে। এদিকে আমজাদ হোসেনের সারা জীবনের কর্মস্থল এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আমজাদ হোসেন স্মরণ সভা, দিনব্যাপী মিলাদ মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে