শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৫ জানুয়ারি ২০২০, ০০:০০

বছরের শুরুতে মঞ্চে উঠছে 'পুত্র'

বিনোদন রিপোর্ট

ঢাকা থিয়েটারের ৪৭তম প্রযোজনা 'পুত্র'। নতুন বছরের শুরুতে দলটি মঞ্চস্থ করতে যাচ্ছে এ নাটক। আজ ৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি। নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা নাটক থেকেই 'পুত্র' নাটকের নির্দেশনা দিয়েছেন মঞ্চ কুসুম শিমূল ইউসুফ। এ প্রসঙ্গে নির্দেশক জানান, আত্মঘাতী পুত্র মানিকের মৃতু্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ নাটকের গল্প। মানিকের মৃতুকে কেন্দ্র করে পিতা সিরাজ মাইট্টাল ও মাতা আবছার কষ্ট, আহাজারি, বিষাদ, বিরোধ এই আখ্যানে এক জটিল সমীকরণের সৃষ্টি করে। সেলিম আল দীনের সৃষ্টিশীল লেখনীর শক্তি ও নতুন নাট্যভাষার চমৎকারিত্বে চিরচেনা মানব জীবন হয়ে ওঠে পরাবাস্তব এক অদেখা জীবন। পুত্র বিয়োগের অব্যহতিতে জটিল এক মনস্তাত্ত্বিক টানাপোড়নে আখ্যানের চরিত্রগুলো আধুনিক কবিতার আদলে মঞ্চে নির্মিত হতে থাকে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এশা ইউসূফ, মিলু চৌধুরী, আসাদুজ্জামান আমান, সামিউন জাহান দোলা, সাজ্জাদ আহমেদ রাজীব, রফিকুল ইসলাম, সউদ চৌধুরী, শাহজাদা সম্রাট চৌধুরী, তারেক আহমেদ প্রমুখ। কোরিওগ্রাফি করেছেন এশা ইউসুফ। আলোক পরিকল্পনায় নাসিরুল হক। যন্ত্রসংগীত পরিকল্পনায় সৌজন্য অধিকারী। আবহ সংগীত সাকি ব্যানার্জী। নাটকটির শিল্প নির্দেশনায় রয়েছেন প্রখ্যাত শিল্পী ঢালী আল মামুন। গত বছর প্রতিষ্ঠার ৪৫ বছর পার করে ঢাকা থিয়েটার। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঞ্চে নিয়ে আসে 'পুত্র'। গত বছরের ২১ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

জেমসের গানের অনুপ্রেরণায় রিয়াজুল রিজুর সিনেমা

বিনোদন রিপোর্ট

'এই শহরে তোমার পাশে, আমিও যে থাকি/ও লাল টুকটুক সেলাই দিদিমণি'। এদেশের গার্মেন্টসে কাজ করা লাখো নারীকে উৎসর্গ করে জেমস গেয়েছিলেন 'দিদিমণি' শিরোনামের গানটি। সেই গান পৌঁছে গিয়েছিল সব সেলাই দিদিমণির কাছে।

আলোচিত এই গানে অনুপ্রাণিত হয়ে এবার চলচ্চিত্র বানাতে যাচ্ছেন বাপজানের বায়োস্কোপখ্যাত নির্মাতা রিয়াজুল রিজু। বিশ্বস্ত সূত্র জানায়, ফেব্রম্নয়ারির শুরুতেই ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বেশকিছু এলাকায় লেডি অ্যাকশন ধাঁচের এই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এ বিষয়ে রিজু বলেন, 'বাপজানের বায়োস্কোপ বানানোর পর সঠিক টাইমিং এবং ব্যাটে-বলে না মেলায় দীর্ঘদিন চলচ্চিত্র নির্মাণ থেকে বিরত ছিলাম। মাঝে প্রেমের কবিতা ও কাঙাল বানানোর ইচ্ছা থাকলেও বিভিন্ন জটিলতায় তা আর হয়ে উঠেনি। তবে এবার আমার শুভাকাঙ্ক্ষিদের আশ্বস্ত করছি লেডি অ্যাকশন ধাঁচের দিদিমণি চলচ্চিত্রটি দ্রম্নত শেষ করে দর্শকদের উপহার দিতে পারব।' তিনি আরও বলেন, 'আমি বাংলাদেশের হাতে গোনা দুই-চারজন সুপারস্টারের ভেতর অন্যতম জেমসের একজন অন্ধ ভক্ত। আমার এই চলচ্চিত্রটির নাম পছন্দ করার ক্ষেত্রে জেমসের গাওয়া গানটি আমাকে বেশ অনুপ্রেরণা যুগিয়েছে।'

পাঁচ বছরের বিরতি ভাঙলেন বিবার

বিনোদন ডেস্ক

কানাডিয়ান জনপ্রিয় পপস্টার জাস্টিন বিবার প্রকাশ করেছেন নতুন অ্যালবাম। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন পাঁচ বছর বিরতির পর এটি প্রকাশ করবেন তিনি। আর সে অনুযায়ী কাজও শুরু করে দেন তিনি। অবশেষে গতকাল শনিবার দুপুরে প্রকাশ করলেন অ্যালবামের 'ইয়াম্মি' শিরোনামের একটি গান। আর এই গানটি তিনি গেয়েছেন স্ত্রী হেইলি ব্যাল্ডউইনকে উৎসর্গ করে।

এর আগে গত ২৪ ডিসেম্বর গানটির একটি টিজার প্রকাশ করেছিলেন বিবার। তখনই মূলত তার নতুন অ্যালবাম প্রকাশ সংক্রান্ত তথ্য ভক্তদের জানান তিনি। ২৫ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, ২০২০ সালে বিরতি ভেঙে নতুন অ্যালবাম নিয়ে হাজির হতে যাচ্ছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খবরটি জানিয়ে জাস্টিন বিবার লেখেন, 'আমি এখন যেখানে আছি, আমার মনে হয় এর কারণে আগের অ্যালবামগুলোর চেয়ে নতুনটি আলাদা হবে। আমি বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে গানগুলোতে পারফর্ম করতে অপেক্ষা করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<82931 and publish = 1 order by id desc limit 3' at line 1