শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনেমা মুক্তি দিতে সাহস পাচ্ছেন না নির্মাতারা

বিনোদন রিপোর্ট
  ০৯ জানুয়ারি ২০২০, ০০:০০
মুক্তি প্রতীক্ষিত 'বিশ্বসুন্দরী' ছবির দৃশ্য

বছরের শুরুতেই সিনেমা মুক্তি নিয়ে জটিলতা আর হতাশার কবলে পড়েছে দেশীয় চলচ্চিত্র। একদিকে ছবি মুক্তির খরা, অন্যদিকে প্রস্তুত প্রায় দেড় ডজন ছবি। সব কিছু শেষ করেও কেবলমাত্র লোকসানের ভয়ে ছবি মুক্তি দিতে সাহস পাচ্ছেন না নির্মাতারা। এ কারণে বছরের প্রথম সপ্তাহে কোনো ছবিই মুক্তি পায়নি। শুক্রবারও মুক্তি মিলছে না কোনো ছবির। এ ছাড়া আগামী সপ্তাহে ১৭ জানুয়ারি 'কাঠবিড়ালি' নামের একটি ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটাকে বাণিজ্যিক ছবির আওতায় ফেলতে চাচ্ছেন না অনেকেই। জানা গেছে, নাম মাত্র কয়েকটি হলে প্রদর্শিত হবে 'কাঠবিড়ালি'। এমনকি সাপটা চুক্তির আওতায় জয়া আহসান ও প্রসেনজিতের 'রবিবার' মুক্তি পাওয়ার কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা পিছিয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পুরো জানুয়ারি মাসজুড়েই নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না। অনেক লগ্নিকারক আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে ছবি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। ভালোবাসা দিবসে মুক্তির জন্য এরই মধ্যে প্রস্তুত চার ছবি। ছবিগুলো হলো পরাণ, পাপ-পুণ্য, জ্বীন, বীর ও বিশ্বসুন্দরী। কিন্তু এখানেও দেখা দিয়েছে জটিলতা। যেখানে লোকসানের ভয়ে এক মাসেও একটি ছবি মুক্তি দিতে সাহস পাচ্ছেন না, সেখানে একই দিন চার ছবি মুক্তি আরও হুমকিস্বরুপ। এ ছাড়া এটা নিয়মবহির্ভূতও বটে। প্রযোজক সমিতির নিয়ম অনুযায়ী আসতে পারবে মাত্র দুটি ছবি।

এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, 'বিষয়টি আসলে হতাশার। বছরের শুরুতেই একটা ধাক্কা খেলাম আমরা। দর্শক হলে ফিরবেন- এমন ছবি এখনো মুক্তির তালিকায় দেখছি না।' তিনি আরও বলেন, 'আমার হলে গত দুই সপ্তাহ ধরে চলছে 'ক্যাপ্টেন খান' ও 'বুক ফাটে তো মুখ ফাটে না'। শাকিব খানের পুরনো ছবি দিয়ে আর কতদিন? সারাদিনে মাত্র চার হাজার টাকা আয়। ভালোবাসা দিবস তো এখনো দেরি, এর আগে হল চলবে কীভাবে? আর ওইদিনের ছবিগুলো নিয়ে হল মালিকদের আশা থাকে। তখন ওই ছবিগুলো যদি 'আপ টু দ্য মার্ক' না হয়, তাহলে তো সমস্যা।'

যদিও 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' ও 'বিশ্বসুন্দরী' ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস এবং চয়নিকা চৌধুরী দুইজনেই ভালোবাসা দিবসে আসার বিষয়ে সরাসরি কিছু বলেননি। দেবাশীষ বলেন, 'আমার ছবি এই সপ্তাহে সেন্সরে জমা পড়ার কথা রয়েছে। সেখান থেকে ছাড়পত্র হাতে পেলে প্রযোজক আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দেবেন।'

তবে 'পরাণ' ছবির পরিচালক রায়হান রাফি আশাবাদী, ভালোবাসা দিবসেই মুক্তি পাবে তার ছবি। রাফি জানান, 'যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা ভালোবাসা দিবসে আসছি।'

এ বিষয়ে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ১৪ ফেব্রম্নয়ারি মুক্তির জন্য সমিতির তালিকাভুক্ত হয়েছে নাদের চৌধুরীর 'জ্বীন' ও স্বপন চৌধুরীর 'বৃদ্ধাশ্রম'। তিনি বলেন, 'সাধারণত এই দিবসে বিগত দিনে রোমান্টিক ছবিগুলো ব্যবসা করেছে। আর আমাদের এই মুহূর্তে চলচ্চিত্রে ব্যবসায় মারাত্মক খরা যাচ্ছে। আশা করছি, ভালোবাসা দিবস থেকে সে খরা কেটে যাবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<83491 and publish = 1 order by id desc limit 3' at line 1