মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

'লালজমিন' নিয়ে অন্যরকম উচ্ছ্বাস মোমেনার

বিনোদন রিপোর্ট
  ১২ জানুয়ারি ২০২০, ০০:০০
মোমেনা চৌধুরী

মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশের এক নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ 'লাল জমিন'। 'শূন্যন রেপার্টরি থিয়েটার'র প্রথম প্রযোজিত এই একক মঞ্চনাটকটি বিগত বেশ কয়েক বছর ধরে টানা মঞ্চস্থ করে যাচ্ছেন এই একক নাটকের গুণী অভিনেত্রী মোমেনা চৌধুরী। 'লাল জমিন' নাটকটি রচনা করেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। মঞ্চের একজন দাপুটে অভিনেত্রী হিসেবে দেশ-বিদেশে বেশ সুনাম কুড়িয়েছেন মোমেনা চৌধুরী। তার একক নাটক 'লাল জমিন'র প্রথম মঞ্চায়ন হয় ২০১১ সালের ১৯ মে। এরই মধ্যে দুই শতাধিকবার নাটকটির মঞ্চায়ন হয়েছে। তার অভিনয় উপভোগও করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তবে এই মঞ্চনাটকটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখানোরও স্বপ্ন রয়েছে মোমেনা চৌধুরীর।

এদিকে 'লালজমিন' নিয়ে আজ থেকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত টানা মঞ্চায়ন নিয়ে ব্যস্ত থাকবেন মোমেনা চৌধুরী। আজ রাজবাড়িতে ২২৪তম মঞ্চায়ন হবে 'লালজমিন'র। পরবর্তীতে ১৭ জানুয়ারি ২২৫তম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, ২১ জানুয়ারি ২২৬তম শরীয়তপুরের গোসাইরহাটে, ২২ জানুয়ারি ২২৭তম ভেদরগঞ্জে, ২৩ জানুয়ারি ২২৮তম দামুদা উপজেলায়, ২৫ জানুয়ারি ২২৯তম নারিয়া উপজেলায়, ২৬ জানুয়ারি ২৩০তম শরীয়তপুর সদরে এবং ২৭ জানুয়ারি ২৩১তম মঞ্চায়ন হবে শরীয়তপুরের জাজিরাতে।

মোমেনা চৌধুরী বলেন, 'লালজমিনকে আজকের পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে আমার পরিবার আমাকে যে ছাড় দিয়েছে, তাতে আমি আমার পরিবারের কাছে ভীষণ কৃতজ্ঞ। কারণ পরিবারের পক্ষ থেকে একজন শিল্পী সহযোগিতা না পেলে অভিনয় চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। দেশে-বিদেশে এরই মধ্যে অনেকেই লালজমিন উপভোগ করেছেন। তারা লালজমিন'র প্রশংসা করেছেন। কিন্তু যেহেতু লালজমিন মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশের এক নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ, তাই এই নাট্যপ্রকাশটি মাননীয় প্রধানমন্ত্রীকে দেখানোর অনেক বড় স্বপ্ন আমার। আমার বিশ্বাস একদিন না একদিন আমার এই স্বপ্ন পূরণ হবেই ইনশাআলস্নাহ। আমার বিশ্বাস, যেহেতু এটি মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটক। তাই সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করে তাকে লালজমিন দেখানোর প্রবল ইচ্ছে আমার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<83902 and publish = 1 order by id desc limit 3' at line 1