বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শুরুতেই 'তানাজি' ঝড়

বিনোদন ডেস্ক
  ১২ জানুয়ারি ২০২০, ০০:০০
'তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র' ছবিতে কাজল দেবগন

দীপিকা পাড়ুকোনের 'ছপাক'কে ছাড়িয়ে গেল অজয়-কাজলের 'তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র'। ছপাকের প্রথম দিনের বক্স অফিস কালেকশন ৪ কোটি ৫০ লাখ রুপি। আর প্রথম দিনেই 'তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র' ব্যবসা করেছে ১৬ কোটি রুপি। ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে ছবি দুটি। 'ছপাক' ছবিতে অ্যাসিড আক্রান্ত লক্ষ্ণী আগরওয়ালের চরিত্রে দর্শকের মন জয় করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। মেঘনা গুলজার পরিচালিত ছপাক ছবিতে দীপিকার সঙ্গে অভিনয় করেছেন বিক্রান্ত মাসে। অন্যদিকে বিস্মৃত মারাঠা যোদ্ধা তানাজীর জীবন কাহিনি পৌঁছে দিয়েছে দেশপ্রেমের বার্তা।

তানাজি ছবিটি পরিচালনা করে প্রশংসিত হচ্ছেন ওম রাউত। এতে অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী কাজল ও সাইফ আলী খান। দর্শকের অকুণ্ঠ ভালোবাসা পাচ্ছে কাজল-অজয়-সাইফের দুরন্ত অভিনয়। এই ছবি সবচেয়ে বেশি ব্যবসা করেছে মহারাষ্ট্র, উত্তর এবং পূর্ব ভারতে। রাজস্থানেও বক্স অফিস সংগ্রহ বেশ ভালো। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টু্যইট করে জানিয়েছেন 'তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র'ই হতে চলেছে ২০২০ সালের প্রথম ১০০ কোটির ছবি।

প্রসঙ্গত, ওম রাউত পরিচালিত 'তানাজি' ছবিতে মুখ্য দুই অভিনেতা অজয় দেবগন ও সাইফ আলি খান। সাইফ এখানে হিংস্র রাজপুত দুর্গরক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন, যাকে অন্ধের মতো বিশ্বাস করেন আওরঙ্গজেব। তানাজি ও মোঘল খলনায়কের যুদ্ধই এই ছবির মূল উপাদান। যদিও যোদ্ধাদের ভূমিকায় দুই অভিনেতাই যথাযথ ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<83903 and publish = 1 order by id desc limit 3' at line 1