মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

মামলা করলেন নায়িকা অঞ্জনা

বিনোদন রিপোর্ট

পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ তুলে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। অভিযুক্ত সাংবাদিকের নাম সিরাজউদ্দিন ওরফে রাজা সিরাজ। সাপ্তাহিক রাজপথ বিচিত্রার সম্পাদক তিনি। ১ ডিসেম্বর সাপ্তাহিক রাজপথ বিচিত্রায় একজন জ্যোতিষী ও তার বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন নিয়ে সংবাদ প্রকাশ হয়। ওই জ্যোতিষীকে 'প্রতারক' উলেস্নখ করে তার 'প্রতারণা'র বিজ্ঞাপনে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ছবিও প্রকাশ করা হয়। এতে নায়িকা অঞ্জনার ছবিও দেখা যায়। অঞ্জনা আদালত থেকে বেরিয়ে বলেন, এ ধরনের সংবাদে পুরো শিল্পী সমাজের সম্মানহানি হয়েছে। আমি শিল্পী সমাজের পক্ষ থেকে আজ আদালতে মামলা করেছি, যেন অন্য কেউ মিথ্যা সংবাদ প্রকাশ করতে না পারে।

ভালোবাসা দিবসে 'পাগলের মতো ভালোবাসি'

বিনোদন রিপোর্ট

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে অধরার নতুন ছবি 'পাগলের মতো ভালোবাসি'। কেরিয়ারের শুরুতেই এই ছবির কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু সেটি মুক্তি পাচ্ছে দেরিতে। নানা কারণে এ ছবির কাজ দীর্ঘ সময় আটকে ছিল। 'পাগলের মতো ভালোবাসি' পরিচালনা করেছেন শাহীন সুমন।

পরিচালনার পাশাপাশি সিক্স ডি প্রযোজিত এ ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপও লিখেছেন নির্মাতা শাহীন সুমন। এখানে অধরার বিপরীতে নায়ক দুজন। আসিফ নূর ও সুমিত সেন। দুই নায়কের বিপরীতেই অধরা প্রথমবার অভিনয় করেছেন। এর বিভিন্ন চরিত্রে আরও আছেন সাদেক বাচ্চু ও জয়রাজ। পরিচালক শাহীন সুমন বলেন, 'বেশ কিছুদিন আগেই আমরা ছবির শুটিং শেষ করেছি। এখন প্রযোজনাপরবর্তী কাজ করছি। চলতি মাসেই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হবে। আসছে ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেয়ার লক্ষ্য নিয়ে শেষ ধাপের কাজ করছি।' তিনি আরো বলেন, 'ভালোবাসা দিবসে দর্শক মিষ্টি প্রেমের গল্প রুপালি পর্দায় দেখতে পছন্দ করেন। 'পাগলের মতো ভালোবাসি' তেমনই প্রেমনির্ভর গল্প নিয়ে নির্মিত হয়েছে। তবে সেখানে বর্তমান সময়ের চিত্রই উঠে আসবে। সবকিছু মিলিয়ে দর্শক ছবিটি পছন্দ করবেন বলে আশা করছি।'

নায়িকা অধরা খান বলেন, 'এর আগে দুটি ছবি মুক্তি পেলেও 'পাগলের মতো ভালোবাসি' আমার কেরিয়ারের প্রথম ছবি। রোমান্টিক ও অ্যাকশন ঘরানার গল্পের এ ছবিটি দর্শকরা বেশ উপভোগ করবেন বলে আমি আশাবাদী। বেশ কয়েকটি নতুন ছবি নিয়েও কথা হচ্ছে। ব্যাটে-বলে মিলে গেলে সবাইকে জানাব।'

১৮ হলে 'কাঠবিড়ালী'

বিনোদন রিপোর্ট

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে নিয়ামুল মুক্তা পরিচালিত 'কাঠবিড়ালী'। আজ শুক্রবার শুক্রবার দেশের ১৮টি সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি। কাঠবিড়ালী'তে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আবীর। ২০১৭ সালের মার্চে শুরু হয় 'কাঠবিড়ালী'র শুটিং। পাবনার ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামে পরিচালক মুক্তার বাড়িতে সিনেমাটির শুটিং হয়। গত ডিসেম্বরে সেখানকার একটি হলে ছবিটির প্রিমিয়ারও হয়। বহু প্রতিকূলতার মধ্যে শুটিং শেষ করে সম্প্রতি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।

চিলেকোঠা ফিল্মস'র ব্যানারে নির্মিত এই সিনেমাটিতে অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর ছাড়াও আরও অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান। সিনেমাটির কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ। সিনেমা হলগুলো হলো- স্টার সিনেপেস্নক্স (ঢাকা), বস্নকবাস্টার সিনেমাস্‌ (ঢাকা), বলাকা সিনেওয়ার্ল্ড (ঢাকা), মধুমিতা (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), আনন্দ (ঢাকা), চিত্রামহল (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মম ইন (বগুড়া), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবাণী (ময়মনসিংহ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি সিনেপেস্নক্স (খুলনা), রূপকথা (পাবনা), শাপলা (রংপুর), অভিরুচি (বরিশাল)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84604 and publish = 1 order by id desc limit 3' at line 1