বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

গায়িকা ফ্র্যাংকলিন

আর নেই

বিনোদন ডেস্ক

সৌল ঘরানার গানের অবিসংবাদিত রানি অ্যারেথা ফ্র্যাংকলিন আর নেই। ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে নিজের বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। খবর : এপির

জীবনের শেষ সময়ে অ্যারেথা ফ্র্যাংকলিন পাশে পেয়েছেন পরিবার ও বন্ধুদের। তার মৃত্যুর খবরে বিশ্বসংগীতে নেমে এসেছে শোকের ছায়া। বিয়ন্সে ও জে-জি দম্পতি মিশিগানের ডেট্রয়েটে আয়োজিত তাদের কনসাটর্ উৎসগর্ করেছেন প্রয়াত এই গায়িকাকে।

অ্যারেথা ফ্র্যাংকলিন বাধর্ক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এ কারণে কয়েক বছর ধরে অসুস্থতা পিছু ছাড়েনি তার। সম্প্রতি আশ্রমে সেবা নিয়েছিলেন তিনি। সাত দশকের বণার্ঢ্য সংগীত জীবন কাটিয়েছেন অ্যারেথা ফ্র্যাংকলিন। তার ঝুলিতে ছিল ১৮টি গ্র্যামি অ্যাওয়াডর্স, তিনটি আমেরিকান মিউজিক অ্যাওয়াডর্স, দুটি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়াডর্স, একটি গোল্ডেন গেøাব ও মাকির্ন প্রেসিডেন্টের দেয়া মেডেল অব ফ্রিডম।

ঢাকায় হলিউডের

দুই ছবি

বিনোদন ডেস্ক

ঈদুল আজহা সামনে রেখে হলিউডের দুটি ছবি একসঙ্গে মুক্তি দিল স্টার সিনেপ্লেক্স। একটি অ্যাকশন থ্রিলারভিত্তিক ছবি ‘মাইল ২২’ আর অন্যটি অ্যাডভেঞ্চারধমীর্ ছবি ‘আলফা’। দুটি ছবিই আন্তজাির্তকভাবে মুক্তি পেল ১৭ আগস্ট। একই দিনে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেল ছবি দুটি।

আমেরিকান-চাইনিজ অ্যাকশন থ্রিলারভিত্তিক এ ছবিটি পরিচালনা করেছেন পিটার বাগর্। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাকর্ ওয়ালবাগর্, জন মালকোভিচ, লরেন কোহান, রন্ডা রাউসিসহ আরও অনেকে। সন্ত্রাসীদের শিকার ২২ মাইলের উচ্চমূল্যবান সম্পদ উদ্ধারে সিআইএ’র একটি এলিট টাস্ক ফোসের্র অভিযান নিয়ে আবতির্ত হয়েছে ছবির কাহিনী। এতে দেখা যাবে, সিআইএ’র ইউনিটে সক্রিয় জেমস সিলভা।

প্রতিক‚ল ২২ মাইল এলাকায় মূল্যবান গোয়েন্দা সম্পদ হুমকির মুখে পড়লে তা উদ্ধারে এগিয়ে যায় সে। অভিযানে গিয়ে বিপদে পড়েন তিনি নিজেও। উচ্চ পযাের্য়র একটি কমান্ডো দল গোপন কৌশলে তাকে সহায়তা করে। নানা ঘাত-প্রতিঘাত আর বিপদসংকুল অবস্থার মধ্য দিয়ে সংগ্রাম চালিয়ে যায় অনেক দূর। তবে শেষ পরিণতি কি হয় তা না হয় ছবি মুক্তির পরই পদার্য় দেখা যাক।

সনি পিকচাসের্র পরিবেশনায় অ্যাডভেঞ্চার নিভর্র এ ছবিটি পরিচালনা করেছেন আলবাটর্ হিউজেস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কোডি স্মিট-ম্যাকফি, লিওনর ভ্যারেলা, জেন্স হালটেন প্রমুখ। বরফযুগে এক তরুণ শিকারির সঙ্গে একটি আহত নেকড়ের বন্ধুত্ব নিয়ে নিমির্ত হয়েছে এ ছবি।

দুই চলচ্চিত্র

উৎসবে ‘গতিপট’

বিনোদন রিপোটর্

দৃশ্যকার ফিল্মস এবং স্ট্যামফোডর্ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রযোজিত এ প্রামাণ্যচিত্রটি নিমার্ণ করেছেন মৃদুল মামুন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘অষ্টম ট্রেজার কোস্ট আন্তজাির্তক চলচ্চিত্র উৎসবের’ অংশ হিসেবে শুক্রবার রাতে ‘টাচস্টার সিনেমাস’-এর ‘সাবাল পাম লাক্সারি-৬’ থিয়েটারে ‘গতিপট’ এর আমেরিকান প্রিমিয়ার হবে।

বৃহস্পতিবার শুরু হয়ে এ চলচ্চিত্র উৎসব শেষ হবে আজ। এ উৎসবের দুটি প্রতিযোগিতা বিভাগে বিশ্বের ৬৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়বে বাংলাদেশের গতিপট। এছাড়া ভারতের আসামে আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘নওগাঁ আন্তজাির্তক স্বল্পদৈঘর্্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’-এ ‘আন্তজাির্তক প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা’ বিভাগেও ‘গতিপট’ লড়বে।

বাংলার হারাতে বসা কৃষ্টি-কালচারগুলোকে টি-শাটের্র ক্যানভাসে তুলে আনার উদ্যোগ এবং এর মধ্য দিয়ে টি-শাটের্ বিদেশি নকশার ভিড়ে বাংলার নকশার স্থান করে নেয়ার পেছনের গল্প এবং সংশ্লিষ্টদের তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8503 and publish = 1 order by id desc limit 3' at line 1