শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

বিনোদন রিপোর্ট
  ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০
মারিয়া মিম

বিচ্ছেদ শেষে মিডিয়ায় ফিরলেন মারিয়া মিম

মিডিয়ায় কাজ করতে চাওয়ায় দীর্ঘদিন ধরে সংসারে অশান্তি বিরাজ করে টিভি অভিনেতা সিদ্দিকুর রহমান ও স্ত্রী মারিয়া মিমের মধ্যে। শেষমেশ গত বছর বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের। বিচ্ছেদের পর কিছুটা গুছিয়ে আবার শখের মিডিয়ায় প্রত্যাবর্তন করলেন মারিয়া মিম। এখন থেকে মিডিয়ায় নিয়মিত হওয়ারও আভাস দিলেন তিনি। এরইমধ্যে মিম ভারতের প্রখ্যাত ইমামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি ইমামির বোরোপস্নাস পারফেক্ট ডার্মা পণ্যের দূত হিসেবে কাজ করবেন। মারিয়া মিম বলেন, 'ভালো লাগছে শুরুতেই একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছি। আশা করছি ভালো কাজ হবে। প্রথমে এর বিলবোর্ডের ফটোশুট হবে। তারপর ধারাবাহিকভাবে অন্যান্য কাজ হবে। এছাড়া আরও কয়েকটি নাটক ও বিজ্ঞাপনের ব্যাপারেও কথা হচ্ছে। সবকিছু ভুলে আমি আবার মিডিয়ায় সরব হতে চাই।'

প্রথমবার গণসংগীত গাইলেন ঐশী

এবারই প্রথম কোনো গণসংগীতে কণ্ঠ দিলেন এ সময়ের ব্যস্ত কণ্ঠশিল্পী ফাতেমা-তুজ-জোহরা ঐশী। আসছে ভালোবাসা দিবসের জন্য রাজনীতি প্রেম ও বিরহের সমন্বয়ে 'আদা সমুদ্দুর' নামক নাটক নির্মাণ করছেন নির্মাতা রাইসুল তমাল। নাটকটিতে রাজনীতি, প্রেম ও বিরহের উপর তিনটি গান থাকছে। সম্প্রতি ওমর ফারুক বিশালের কথায় মুরাদ নূরের সুরে রাজনীতি অংশে 'গর্জন' শিরোনামের গানে কণ্ঠ দিলেন ঐশী। গানগুলোর সংগীতায়োজন করছেন মুশফিক লিটু। গান প্রসঙ্গে ঐশী বলেন, 'সমসাময়িক রাজনীতি নিয়ে এই প্রথম কোনো গণসংগীত গাইলাম। নাটকের গল্প, গানের কথা ও সুর আমার মন কেড়েছে। 'আদা সমুদ্দুর'র সাথে থাকতে পেরে ভালো লাগছে।' নির্মাতা রাইসুল তমাল বলেন, 'আদা সমুদ্দুর' হলো রাজনীতি, প্রেম ও বিরহের আখ্যান। গল্প অনুযায়ী নাটকে তিনটি গান থাকছে। তিনটি গানই লিখেছেন ওমর ফারুক বিশাল এবং সুর করেছেন মুরাদ নূর।'

ভারতে সেরা অভিনেতার পুরস্কার পেলেন টুটুল চৌধুরী

বিনোদন রিপোর্ট

সম্প্রতি ভারতের রাজস্থানে অনুষ্ঠিত হলো 'ষষ্ঠ রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'। এতে বাংলাদেশের মিজানুর রহমান লাবু পরিচালিত 'মালা ভাবী' নামের একটি শর্ট ফিল্ম প্রদর্শিত হয়। এই ছবিতে অভিনয়ে বাংলাদেশের নাট্যাভিনেতা টুটুল চৌধুরী ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জেতেন। ২২ জানুয়ারি জয়পুরের জওহর কলাকেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেওয়া হয়। উৎসব আয়োজকদের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'বিদেশের মাটিতে অভিনয়ের জন্য পুরস্কার পাওয়া বেশ আনন্দের। বেশ ভালো লাগছে। ভালো অভিনয়ের জন্য এই পুরস্কার অনুপ্রেরণা হয়েই থাকবে।' এই উৎসবে তৌকীর আহমেদ পরিচালিত 'ফাগুন হাওয়ায়' ছবিটিও প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানে উৎসব পরিচালক সোমেন্দ্র হর্ষ পুরস্কার ঘোষণা ও প্রদান করেন। ৫ দিনব্যাপী এই বর্ণাঢ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের ৭২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র ছিল। 'মালা ভাবী' ছবিটি স্পেশাল জুরি মেনশন ক্যাটাগরিতে বেস্ট ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85616 and publish = 1 order by id desc limit 3' at line 1