শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
সাক্ষাৎকার

ছোটবেলার ঈদ আনন্দ খুব মিস করি

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভ‚ষিত হয়েছেন। সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। ঈদে গরু কোরবানি দেবেন তিনি। কোরবানির ঈদ, অভিনয় ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা হয় তার সঙ্গেÑ
নতুনধারা
  ২১ আগস্ট ২০১৮, ০০:০০
ফজলুর রহমান বাবু

পশু কোরবানি ...

ঈদুল আজহার আসল মজা পশু কোরবানি ঘিরে। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে প্রত্যেক সামথর্্যবান মুসলিম ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক। প্রতি বছরই সামথর্্যানুযায়ী কোরবানি দিয়ে থাকি। এবারও তার ব্যতিক্রম হবে না। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ঈদ ঢাকাতেই করব। এবার গরু কোরবানি দেব। যদিও এখন ব্যস্ততার জন্য হাটে গিয়ে গরু কেনা হয় না। তবে ঈদের দিন গরু জবাই, মাংস কাটা, অন্যদের বাসায় তা পেঁৗছে দেয়ার কাজগুলো আনন্দ নিয়েই করে থাকি।

ঈদের স্মৃতি ...

ঢাকায় ঈদ করলেও গ্রামের সেই ছোটবেলার ঈদের আনন্দটা খুব মিস করি। তখন ঈদের কয়েকদিন আগে থেকেই মনে এক ধরনের আনন্দ কাজ করত। সে সময়ের ঈদের আনন্দ আর এখনকার ঈদের আনন্দের মধ্যে অনেক তফাত। ছোটবেলায় ঈদে নতুন পোশাক পাওয়া, ঈদগাহে নামাজ পড়া, সারাদিন বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরে বেড়ানো এসব এখন শুধুই স্মৃতি। এখন আর সেই সময় ও বয়স নেই। তবে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঈদের আনন্দটা বেশ উপভোগ করি। কিন্তু কিছুদিন ধরে অসুস্থ থাকায় এবারের ঈদটা কেমন কাটবে তা বলতে পারছি না।

নতুন চলচ্চিত্র ...

গত ১৯ জুলাই থেকে চলতি মাসের ৫ তারিখ পযর্ন্ত ‘নোনা জলের কাব্য’ নামে নতুন একটি চলচ্চিত্রের শুটিং করেছি। নবীন নিমার্তা সুমিতের পরিচালনায় কুয়াকাটার চর গঙ্গামতি এলাকায় শুটিং হয়েছে। ইতোমধ্যে ছবিটির প্রায় ৬০ ভাগ শুটিং শেষ হয়েছে। এ ছবিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী, তিতাস জিয়া, তামান্না, মাহমুদুল প্রমুখ।

জেলেপাড়ার মাতব্বর ...

‘নোনা জলের কাব্য’ ছবিতে আমার চরিত্রটি ব্যতিক্রম ও চ্যালেঞ্জিং মনে হয়েছে। এতে আমি জেলেপাড়ার মাতব্বর। কখনো আমাকে মনে হয় দয়ালু আবার কখনো অনেক স্বাথর্পর। জেলেপাড়ায় মসজিদের ইমাম হওয়ায় ধমীর্য় গুরু হিসেবেও পরিচিতি আছে। চরিত্রটি করে অনেক ভালো লেগেছে।

মুক্তির অপেক্ষায় ...

আমার অভিনীত ও তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়া’, রায়হান রাফির ‘দহন’ ও কলকাতার আশীষ রায়ের ‘সিতারা’ ছবিগুলো মুক্তির অপেক্ষায়।

ঈদের নাটক ...

চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকায় নাটকে আগের মতো সময় দিতে পারছি না। তাছাড়া অসুস্থতার জন্য হাতে থাকা ঈদের নাটকের কাজগুলো করা সম্ভব হয়নি। তাই ঈদের দুয়েকটি নাটকে হয়তো আমাকে দেখা যাবে। এছাড়া বিভিন্ন চ্যানেলে কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8735 and publish = 1 order by id desc limit 3' at line 1