logo
সোমবার, ০৩ আগস্ট ২০২০, ১৯ শ্রাবণ ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০  

দেব-রুক্মিনী

'কিশমিশ' দিয়ে মিলমিশ!

'কিশমিশ' দিয়ে মিলমিশ!
দেব-রুক্মিনী
কলকাতার এই সময়ের আলোচিত তারকা জুটি দেব-রুক্মিনী। পর্দা ও পর্দার বাইরেও তাদের ঘনিষ্ঠতা বেশ। কিন্তু যখন তাদের বিয়ে নিয়ে নানান রকম কানাঘুষা শুরু হয়, ঠিক তখনই দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে। যে রুক্মিনি দেবকে ছাড়া একটি ছবিতেও অভিনয় করেননি, সেই রুক্মিনি জিতের প্রডাকশনে কাজ শুরু করায় হিসাবটা যেন গোলমেলে হয়ে যায় অনেকের। খবর রটে, ভেঙে গেল দেব-রুক্মিনীর দীর্ঘদিনের প্রেম। তবে সেই খবরকে মিথ্যা প্রমাণ করে আবারও এক হলেন তারা। শুধু তাই নয়, অচিরেই নতুন একটি ছবিতে কাজও শুরু করছেন তারা। ছবির নাম 'কিশমিশ'। ২০০০ সাল এবং বর্তমান- এই তিনটি সময়কে ভিত্তি করে আলাদা তিনটি গল্পকে একত্রে সিনেমায় দেখাতে চলেছেন কলকাতার নবাগত পরিচালক রাহুল মুখার্জি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন দেব এবং তার বিপরীতে রয়েছেন রুক্মিনী। রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটির নাম রাখা হয়েছে 'কিশমিশ'।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের একটি পত্রিকায় দেব বলেছেন, 'এটি অন্য রকম এক প্রেমের গল্পে নির্মিত হতে যাচ্ছে। বর্তমান প্রজন্ম প্রেমকে কীভাবে দেখে, তাদের বাবা-মায়েরাই বা কী ভাবেন, সে যোগসূত্র রেখেই সিনেমাটির কাহিনি।' তিনি জানান, রাজনীতিবিদ, পরিবারের কর্তা এবং এখনকার এক কার্টুনিস্ট যুবক- এই তিনটি আলাদা চরিত্রে হাজির হবেন।

অন্যদিকে রুক্মিনী জানান, সিনেমাটিতে অভিনয় করার জন্য রাহুল মুখার্জি তাকে ২০১৫ সালে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তখন অভিনয় আসা নিয়ে দ্বিধায় ছিলেন তিনি। তবে এত বছর পর হলেও সিনেমাটি তিনি করছেন।'

'কিশমিশ'-এ শুধু অভিনয়ই করছেন না দেব, সিনেমাটির প্রযোজকও তিনি। জানা গেছে, শারদীয় দুর্গা পূজায় ছবিটি মুক্তি পেতে পারে। দেব বর্তমানে 'গোলন্দাজ' সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। রুক্মিনী শুটিং করছেন 'সুইজারল্যান্ড' সিনেমার। মে মাসে থেকে তারা 'কিশমিশ'র শুটিং শুরু করবেন। কলকাতা ও উত্তরবঙ্গের পাশাপাশি ভারতের বাইরেও সিনেমাটির দৃশ্যায়ন হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে