শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

বিনোদন রিপোর্ট
  ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

মুনীর চৌধুরীকে নিয়ে মঞ্চনাটক

আজ শহিদ মুনীর চৌধুরীর জীবন নিয়ে নির্মিত মঞ্চনাটক 'মুনির চৌধুরী' প্রদর্শিত হবে। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নাট্যদল থিয়েটার অঙ্গনের আয়োজনে এটি মঞ্চায়ন হবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত।

এ বিষয়ে প্রবীর দত্ত বলেন, 'শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জীবন নিয়ে এটিই প্রথম মঞ্চনাটক। তার বর্ণাঢ্য জীবনের বেশকিছু বিষয় এ নাটকের মধ্য দিয়ে আমরা দর্শককে দেখানোর চেষ্ট করব।'

১০ কবিতায় হচ্ছে ১০ শর্টফিল্ম

বিনোদন রিপোর্ট

এমবি টিভির প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এগুলো নির্মাণ করা হবে কবি সাজু আহমেদের 'স্মৃতি কেন কাঁদায়' এবং 'মহেশপাড়ার সেই ছেলেটি' নামে দুটি কাব্যগ্রন্থের ১০টি কবিতা অবলম্বনে। কবিতাগুলো থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য তৈরি করছেন এই সময়ের জনপ্রিয় নাট্যকার ও গীতিকবি রেজাউর রহমান রিজভী। চলচ্চিত্রগুলো পরিচালনা করবেন আহমেদ সাব্বির রোমিওসহ বেশ কয়েকজন নির্মাতা। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এম টিভির ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট উদ্যোক্তা ও প্রযোজক মো. আমিনুর রহমান শান্ত। চলচ্চিত্রগুলোতে দেশের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নতুন অভিনয়শিল্পীরাও কাজ করবেন। কবি সাজু আহমেদের 'মহেশপাড়ার সেই ছেলেটি' কাব্যগ্রন্থ থেকে 'হৃদয়ের উঠোনে এসো', 'মহেশপাড়ার সেই ছেলেটি', 'ধেয়ে আসছে মৃতু্য', 'কেউ কথা রাখলো না' এবং 'স্মৃতি কেন কাঁদায়' কাব্যগ্রন্থ থেকে 'উত্তরের প্রশ্ন', 'দৃশ্যের আড়ালে', 'নষ্ট স্বর্গ', 'মুখোশধারিণী' 'স্মৃতি কেন কাঁদায়' প্রভৃৃতি কবিতা অবলম্বনে চলচ্চিত্রগুলো নির্মিত হবে।

এ প্রসঙ্গে এম টিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুর রহমান শান্ত বলেন, প্রিয় মানুষ, কবি ও নাট্যকার সাজু আহমেদ ভাইয়ের কবিতাগুলো ভীষণ ভালো লেগেছে। দুটি কাব্যগ্রন্থ থেকে আমরা ১০টি কবিতা বেছে নিয়েছি। তার কবিতাগুলোতে যেমন গল্প আছে, তেমনি মানবিক ভালোবাসা এবং সমসাময়িক সামাজিক অসঙ্গতিও নিপুণভাবে তুলে ধরেছেন। এ বিষয়টি আমাকে আপস্নুত করেছে।' তিনি আরও জানান, 'গাজীপুর, হোতাপাড়া এবং ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে চলচ্চিত্রগুলোর চিত্রায়ন হবে। আমরা আশা করছি, কবিতার যথাযথ নাট্যরূপ এবং চিত্রায়ন সম্ভব হবে। চলচ্চিত্রগুলো দর্শকরা পছন্দ করবেন। ধারাবাহিকভাবে আমরা সাজু আহমেদের অন্য রচনাগুলো অবলম্বনেও কাজ করব।' নাট্যকার রেজাউর রহমান রিজভী বলেন, 'আমি সাধারণত নাটক লিখি। কবিতা থেকে নাট্যরূপ বা চিত্রনাট্য তৈরি অনেকটাই চ্যালেঞ্জিং। তবে ভালো লাগার বিষয়ও জড়িত আছে। আশা করছি, কাজগুলো ভালো হবে।'

আনন্দ-উচ্ছ্বাসে বাচসাস'র পরিবার দিবস উদযাপন

বিনোদন রিপোর্ট

চলচ্চিত্র সাংবাদিকদের সম্মিলিত সংগঠন ঐতিহ্যবাহী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) বাৎসরিক পরিবার দিবস উদযাপিত হয়েছে। শনিবার দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় গাজীপুরের হোতাপাড়ার খতীব খাবার বাড়ি রিসোর্টে। এতে সমিতির সদস্যরা পরিবার নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন। অনুষ্ঠানে বাচসাসের সভাপতি ফাল্‌গুনী হামিদ বলেন, 'আমি নির্বাচিত হওয়ার পর এটাই প্রথম পরিবার দিবস। চেষ্টা করেছি সবাইকে সুন্দর একটি দিন উপহার দিতে। সমিতির সদস্যরা সবাই আমরা এক পরিবার। চমৎকার সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে।' সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু বলেন, 'ঐতিহ্যবাহী সংগঠন বাচসাস গৌরবের ৫২ বছরে পা দিয়েছে। সবাই একসঙ্গে আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিতে চাই। পরিবার দিবস আমাদের কাছে বড় একটি উৎসবের মতো। সারা বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<88846 and publish = 1 order by id desc limit 3' at line 1