শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর বায়োপিকের শিল্পী নির্বাচন প্রায় চূড়ান্ত

বিনোদন রিপোর্ট
  ২২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
তৌকীর আহমেদ

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক (জীবননির্ভর কাহিনিচিত্র)। দীর্ঘদিনের যাচাই-বাছাই শেষে পরিচালক শ্যাম বেনেগাল অধিকাংশ চরিত্রের অভিনয় শিল্পী চূড়ান্ত করেছেন। এর মধ্যে সর্বশেষ যুক্ত হয়েছে চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নাম। যদিও এ ব্যাপারে উভয় দেশের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

জানা গেছে, বঙ্গবন্ধুর ভূমিকায় আরিফিন শুভর নাম চূড়ান্ত হওয়ার পরই তিনি ১৭ ফেব্রম্নয়ারি ভারতে গিয়ে ছবিটির পরিচালক শ্যাম বেনেগালের উপস্থিতিতে চুক্তিপত্রে সই করেছেন। আর বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জ্যোতিকা জ্যোতি। এ বিষয়ে জানতে জ্যোতিকা জ্যোতি বলেন, 'খবর একদম মিথ্যা নয়, আবার চূড়ান্তও কিছু নয়। কারণ সিনেমাটিতে বেগম মুজিবের চরিত্রে অভিনয় করার ব্যাপারে আমার সঙ্গে আলাপ হয়েছে কিন্তু কোনো চুক্তি হয়নি। আমি মুখিয়ে আছি কাজটি করার জন্য। এখন দেখা যাক কি হয়।'

এর আগে বঙ্গবন্ধুর মা সায়েরা বানুর চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছে জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামানকে। এ বিষয়ে দিলারা জামান বলেন, 'বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য জানুয়ারিতে অডিশন দিয়েছিলাম। একটি স্ক্রিপ্ট পড়তে দেওয়া হয়েছিল আমাকে। আমিসহ অনেকেই এ সিনেমার জন্য অডিশন দিয়েছিলেন। গত ৫ ফেব্রম্নয়ারি আমাকে জানানো হয়, আমি শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছি। পরে ৭ ফেব্রম্নয়ারি আমার পোশাকের মাপ দিয়ে এসেছি। পুরো চিত্রনাট্য এখনো হাতে পাইনি। তাই চরিত্রের বিষয় বিস্তারিত কিছুই বলতে পারব না। শুধু জেনেছে বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে আমাকে অভিনয় করতে হবে। এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে সত্যিই সম্মানিত ও আনন্দিত বোধ করছি।'

খন্দকার মোশতাকের চরিত্রে ফজলুর রহমান বাবু এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয় করার বিষয়ে চূড়ান্ত হওয়ার খবর মিলেছে অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদের।

এ বিষয় তৌকীর আহমেদ বলেন, 'এ ছবিতে অডিশনের মাধ্যমে শিল্পী চূড়ান্ত হচ্ছে। বাংলাদেশ ছাড়াও বলিউড ও কলকাতার শিল্পীরা অভিনয় করবেন। এ ছবিতে দর্শকরা আমাকে শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে দেখতে পাবেন। এমন একটি ঐতিহাসিক চরিত্রের জন্য নির্বাচিত হয়েছি, এটা আমার জন্য অবশ্যই বড় পাওয়া। বিশেষ করে, বঙ্গবন্ধু-সংশ্লিষ্ট সবকিছুই ভালো লাগে। এছাড়াও, বিভিন্ন দেশে বিখ্যাত ব্যক্তিদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ হলেও আমাদের দেশে বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিকে নিয়ে আজও চলচ্চিত্র নির্মাণ হয়নি। অনেক দেরি করে হলেও বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে এটা অত্যন্ত ভালো খবর।'

এদিকে বঙ্গবন্ধু বায়োপিকের পরিচালক ও বলিউডের বিখ্যাত চিত্রনির্মাতা শ্যাম বেনেগাল বলেন, 'খুব শিগগিরই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধুসহ অন্যান্য ভূমিকায় কারা অভিনয় করছেন, তাদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সেই তালিকায় বাংলাদেশের শিল্পীরা সংখ্যায় অনেক বেশি হলেও ভারতেরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রী থাকছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।'

উলেস্নখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত। চলতি বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মবর্ষে শুরু হবে এই সিনেমার শুটিং। এই মুজিববর্ষেই অর্থাৎ ২০২১ সালের ১৭ মার্চের আগেই আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে ছবিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89485 and publish = 1 order by id desc limit 3' at line 1