মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এপারে সাড়া পাচ্ছেন না জয়া আহসান

বিনোদন রিপোর্ট
  ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
জয়া আহসান

এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে গত দু'তিন বছর ধরে কলকাতার ছবিতেই বেশি দেখা মিলছে তার। এমনকি সেখানে তার যে ছবিই মুক্তি পায়, সেই ছবিটিই ভালো ব্যবসা করে। শুধু তা-ই নয়, সাবলীল অভিনয়ের দরুন প্রশংসার পাশাপাশি পুরস্কারও অর্জন করে তার বেশির ভাগ ছবি। কিন্তু ঠিক যেন তার উলটা চিত্র এপার বাংলায়। কলকাতায় সাড়া পেলেও এপারে সাড়া মিলছে না জয়ার কোনো ছবি। একমাত্র নিজের প্রযোজনার 'দেবী' ছবিটি ছাড়া কোনো ছবিই সাফল্যের মুখ দেখেনি। অন্যদিকে জয়া আহসান অভিনীত ওপার বাংলার সুপারহিট ছবিও ধরাশায়ী হয়ে পড়ছে বাংলাদেশে এসে। এমনকি মুক্তির শুরুতেই মুখ থুবড়ে পড়েছে কয়েকটি ছবি।

গত বছরের শুরুটা হয়েছিল জয়াকে দিয়েই। দুই বাংলায় মুক্তি পেয়েছিল তার ছবি। ২০১৯ সালের ৪ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পেয়েছিল 'বিসর্জন' ও ভারতের পশ্চিমবঙ্গে 'বিজয়া'। দুইটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। দুইটি ছবিই পরিচালনা করেন ভারতের কৌশিক গাঙ্গুলী। কিন্তু ফলাফলে দেখা যায়, পশ্চিমবঙ্গে 'বিজয়া' মোটামুটি ভালো চললেও বাংলাদেশে সুবিধা করতে পারেনি 'বিসর্জন'। ইন উইন এন্টারপ্রাইজের আমদানি করা এই ছবিটি মুক্তি পেয়েছিল মাত্র কয়েকটি হলে। গত বছরের নভেম্বরে বাংলাদেশে মুক্তি পায় বহুল আলোচিত ছবি 'কণ্ঠ'। কলকাতার এই ছবিটি পরিচালনা করেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। যেখানে শিবপ্রসাদ ও পাওলি দামের সঙ্গে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। একই বছরের মে মাসে কলকাতায় 'কণ্ঠ' মুক্তির পর চুটিয়ে ব্যবসা করে। আমেরিকার কয়েকটি রাজ্যেও ভালো সাড়া ফেললেও ফ্লপের খাতায় পড়ে ছবিটি। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ছবিটি আনে ইমপ্রেস টেলিফিল্ম। দেশের ২২ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেলেও দর্শক খরায় ভোগে জয়ার 'কণ্ঠ'। চলতি বছরে নতুন আশায় বুক বাঁধেন জয়া ও তার ভক্তরা। গত শুক্রবার (২১ ফেব্রম্নয়ারি) দেশের প্রেক্ষাগৃহে নীরবেই মুক্তি পেয়েছে জয়ার নতুন ছবি 'রবিবার'। ওপার বাংলার প্রযোজনায় এ ছবিতে জয়ার সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার আলোচিত অভিনেতা প্রসেনজিৎ। জয়া-প্রসেনজিৎ জুটির প্রথম কাজ এটি। অতনু ঘোষ পরিচালিত সিনেমাটি কলকাতার সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত ২৭ ডিসেম্বর। সাফটা চুক্তির মাধ্যমে এটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। সিনেমাটি দেশের মাত্র দুইটি হল-শেরপুর ও কক্সবাজারে মুক্তি পেয়েছে। খবর নিয়ে জানা গেছে, হল দুইটিতে প্রথম দিনের শোগুলোতে প্রায় দর্শকশূন্য ছিল। প্রতিটি শোতে হাতে গোনা কয়েকজন দর্শক ছবিটি উপভোগ করেন।

আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, 'রবিবার' আগেই মুক্তির পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু সেন্সর থেকে ছবিটির ছাড়পত্র পেয়েছে ১৯ ফেব্রম্নয়ারি। এরপর ২১ ফেব্রম্নয়ারি মুক্তির জন্য আবেদন করি। মুক্তির অনুমতি পাওয়ার পর শুধু ঢাকার বাইরে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি। ২৮ ফেব্রম্নয়ারি থেকে বড় পরিসরে বেশি সিনেমা হলে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। এ নিয়ে জয়া আহসানের কাছ থেকে উপযুক্ত কোনো জবাব পাওয়া যায়নি।

সম্পর্কের গল্প নিয়ে আবেগ ও থ্রিলার মিলিয়ে তৈরি হয়েছে 'রবিবার'। যেখানে দেখা যাবে জয়া-প্রসেনজিতের একটা সম্পর্ক ছিল। কিন্তু সেটা ভেঙে যায়। একত্রে হন না তারা। হঠাৎ একদিন রবিবারে তাদের দেখা হয়। ঘটতে থাকে অনুভূতির নানা ঘটনা। সিনেমাটিতে প্রসেনজিৎ অভিনয় করেছেন অসীমাভর চরিত্রে আর জয়ার চরিত্রের নাম সায়নী। এটি প্রযোজনা করেছে ইকো এন্টারটেইনমেন্ট। জয়া আহসান দুই বাংলার একাধিক ছবি নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন। হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় বাংলাদেশের সরকারি অনুদানের 'অলাতচক্র', 'বিউটি সার্কাস', কলকাতার অতনু ঘোষের 'বিনি সুতোয়' ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এদিকে জয়া নিজের প্রযোজনায় 'ফুড়ুৎ' ছবির শুটিং এখনো শুরু করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89613 and publish = 1 order by id desc limit 3' at line 1