শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিরে গেলেন শাবানা

বিনোদন রিপোর্ট
  ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক'দিন আগেই দেশে এসেছিলেন এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা শাবানা। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে শাবানার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক মনোনয়ন চেয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এলাকায় কাজ করার কথা বলেছেন বলে সংবাদ সম্মেলনে জানান এই চিত্রনায়িকা। নির্বাচনী মাঠেও সরব ছিলেন।

স্বামীর জন্য এলাকায় গিয়ে ভোট চাইতেও দেখা গিয়েছে তাকে। কিন্তু শেষ পর্যন্ত ওয়াহিদ সাদিক মনোনয়ন পাননি। মনোনয়ন না পাওয়ায় অনেকটা হতাশ হয়েই যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন শাবানা। বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে, সপ্তাহখানেক আগে ঢাকা ছেড়েছেন তিনি। বাংলাদেশে ব্যবহার করা তার ফোন নম্বরটিও বন্ধ। যদিও শাবানার ঘনিষ্ঠজনরা বলছেন, তার রুটিন চেকআপের দিনক্ষণ ঘনিয়ে আসায়, তিনি দ্রম্নত চলে গেছেন। গত বছরের ডিসেম্বরে স্বামীসহ ঢাকায় আসেন শাবানা। যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃতু্যতে এ আসনে আগামী ২৯ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে শোনা যাচ্ছিল শাবানা ও তার স্বামীর এস এস প্রোডাকশন থেকে আবারও ছবি বানাতে যাচ্ছেন। কয়েকজন পরিচালকের সঙ্গে কথাও বলেছেন। এখন পর্যন্ত তাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ৩১টি ছবি তৈরি হয়েছে। উলেস্নখযোগ্য ছবি হচ্ছে 'ভাত দে', 'গরিবের বউ', 'স্বামী স্ত্রী', 'আমি সেই মেয়ে', 'মান সম্মান', 'অশান্তি', 'বিশ্বাসঘাতক', 'দুই পয়সার আলতা', 'সখিনার যুদ্ধ', 'রাঙা ভাবি', 'সবুজ সাথী', 'নাজমা' ইত্যাদি।

প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রযোজিত সিনেমা সোহানুর রহমান সোহানের 'স্বামী ছিনতাই'। মান্না, মৌসুমী, ঋতুপর্ণা ও শারদ কাপুর অভিনীত এই ছবি ১৯৯৯ সালে মুক্তি পায়। এরপর যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে চলে গেলে ছবি নির্মাণ থেকেও দূরে সরে যান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89766 and publish = 1 order by id desc limit 3' at line 1