বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অভিযুক্ত রোশান

বিনোদন রিপোর্ট

নির্মাণাধীন 'ওস্তাদ' সিনেমার শুটিংয়ের শিডিউল দিয়েও কথা রাখেননি চিত্রনায়ক জিয়াউল রোশান। এমনই অভিযোগ এনেছেন সিনেমাটির পরিচালক সাইফ চন্দন। সোমবার ছবিটির তৃতীয় লটের শুটিং শুরু হলেও সেটে আসেননি ছবিটির নায়ক রোশান।

এদিকে মাঝখানে বিরতি দিয়ে সোমবার রাজধানীর পুরান ঢাকায় শুরু হওয়ার কথা ছিল ছবিটির তৃতীয় লটের শুটিং। আগে থেকে শিডিউল দিয়েও রোশানের শুটিংয়ে না আসায় ক্ষুব্ধ হয়েছেন ছবিটির নির্মাতা। এ বিষয়ে পরিচালক বলেন, শিডিউলজনিত কারণে এতদিন শুটিং বন্ধ ছিল। কিন্তু রোশানের শিডিউল পেয়ে সোমবার থেকে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা করি। সে অনুযায়ী সোমবার সকাল থেকে পুরান ঢাকায় সেট ফেলে প্রায় ১০০ জনের টিম নিয়ে শুটিং স্পটে আমরা থাকলেও নায়কের দেখা পাইনি। তার সাথে ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাই। আনিসুর রহমান মিলনসহ আরও অনেক শিল্পী নিয়ে আমরা বসেছিলাম। প্রন্তু শুটিং শুরু করতে পারিনি। রোশানের এমন ব্যবহারে আমি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি এরই মধ্যে। রোশানের না আসাতে প্রায় ২ লাখ টাকার মতো ক্ষতির মুখোমুখি হতে হবে। এই দায় কে নেবে! এই বিষয়ে জানতে রোশানের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

ইন্ডিয়ান আইডল হলেন সানি হিন্দুস্তানি

বিনোদন ডেস্ক

ভারতের সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত ভীষণ জনপ্রিয় গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-১১ এর চ্যাম্পিয়ন হয়েছেন সানি হিন্দুস্তানি।

রোববার রাতে গ্র্যান্ড ফাইনাল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

প্রথম পুরস্কার হিসেবে সানি পেয়েছেন ২৫ লাখ রুপি ও একটি টাটা গাড়ি। এছাড়া টি-সিরিজের নতুন সিনেমায় পেস্নব্যাক করার সুযোগ। আসরে দ্বিতীয় সেরা হয়েছেন লাতুরের রোহিত রাউত ও তৃতীয় হয়েছেন বাঁকুড়ার মেয়ে অঙ্কনা মুখার্জি। তারা পেয়েছেন পাঁচ লাখ রুপি করে। এছাড়া মুর্শিদাবাদের অদ্রিজ ঘোষ ও অমৃতসরের রিধাম কল্যাণ ছিলেন সেরা পাঁচে। তারা পেয়েছেন তিন লাখ রুপি করে। প্রতিযোগিতার বিচারকদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী নেহা কাক্কর, আদিত্য নারায়ণ ও অভিনেতা আয়ুষ্মান খুরানা।

কলকাতার সিনেমায় গৌতম ও বারিশ

বিনোদন রিপোর্ট

অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা ও নৃত্যশিল্পী বারিশ হক দুজনই কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম 'এটা আমাদের গল্প'। রচনার পাশাপাশি এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন কলকাতার অভিনেত্রী মানসী সিনহা। গৌতম সাহা বলেন, আমি এর আগে কলকাতায় 'শর্টকাট' সিনেমায় অভিনয় করেছি। এবার নতুন এ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করব। পরিচালক মানসী, প্রযোজক শর্মিষ্ঠা ঘোষ এবং দীপংকর ব্যানার্জি আমার কাছের বন্ধু। তাদের আমন্ত্রণেই এ সিনেমায় কাজ করছি। এর আগে সবশেষ তন্ময় তানসেনের 'রানআউট' ছবিতে অভিনয় করেছি। বারিশ হক বলেন, এ সিনেমায় বিশেষ একটি চরিত্রে কাজ করতে যাচ্ছি। কলকাতার ছবিতে এই প্রথম হচ্ছে আমার কাজ। আশা করি, দর্শক পছন্দ করবেন। ভারতের ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ও সংস্কার হাউজের প্রযোজনায় এ ছবিতে বাংলাদেশ থেকে আরও অভিনয় করছেন তারিন, মাহবুব আহসান। কলকাতার অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন শাশ্বত চ্যাটার্জি, পূজা কর্মকার, কণিনীকা ব্যানার্জি, অপরাজিতা, সঞ্জীব শর্মা, খরাজ মুখার্জি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89893 and publish = 1 order by id desc limit 3' at line 1