logo
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০, ১ শ্রাবণ ১৪২৬

  যাযাদি রিপোর্ট   ০৭ জুন ২০২০, ০০:০০  

দেশে করোনা শনাক্ত আরও ২৬৩৫ জনের, মৃত্যু ৩৫

দেশে করোনা শনাক্ত আরও ২৬৩৫ জনের, মৃত্যু ৩৫
দেশে নতুন করে ২,৬৩৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতু্য হয়েছে আরও ৩৫ জনের। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলেন ৬৩০২৬ জন আর মৃতু্য হয়েছে ৮৪৬ জন।

নিয়মিত সংবাদ সম্মেলনে শনিবার এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

তিনি জানান, যারা শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১২,৪৮৬টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত করা হয়েছে। নমুনা পরীক্ষার হিসাবে রোগী শনাক্তের হার ২১.১০ শতাংশ। অর্থাৎ প্রতি পাঁচজনের নমুনা পরীক্ষায় একজন রোগী শনাক্ত হচ্ছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৮৫১টি।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, এই সময়ে সুস্থ হয়েছেন ৫২১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩, ৩২৫ জন। আক্রান্তের বিচারে সুস্থতার হার ২১.১৪ শতাংশ। শনাক্তের হিসাবে মৃতু্যর হার ১.৩৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী সাতজন। মৃতু্যর ক্ষেত্রেও পুরুষদের মৃতু্য বেশি হয়েছে। পুরুষদের মৃতু্যর হার ৭৭.০৬ শতাংশ এবং নারী ২২.৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছে ২৫ জন, বাড়িতে ৯ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে একজনকে।

শুক্রবার তিনি জানিয়েছিলেন, এখনো পর্যন্ত যারা মারা গেছে তাদের মধ্যে প্রায় ৩৯ শতাংশের বয়স ৬০ বছরের বেশি। তিনি বলেন, যাদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে তারাই বেশি মারা যাচ্ছে। জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে। একটানা চার দিন ধরে মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়ে বেশি।

দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় ৮ মার্চ। সেদিন তিনজন রোগী শনাক্ত হয়, যাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন ইতালি থেকে দেশে এসেছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে