বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাসে আরও ৩৩ জনের মৃত্যু

যাযাদি রিপোর্ট
  ০৬ আগস্ট ২০২০, ০০:০০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৬৫৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন দুই লাখ ৪৬ হাজার ৬৭৪ জন। মারা গেছেন ৩৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিন হাজার ২৬৭ জন। গতকাল দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ে জানানো হয়, দেশে ৮৩টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১৬০টি নমুনা। আগের দিন সাত হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ১২ হাজার ৪১৬টি নমুনা। মারা যাওয়া ৩৩ জনের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী আটজন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৯০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪১ হাজার ৭৫০ জন। মঙ্গলবার ২৪ ঘণ্টায় এক হাজার ৯১৮ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৫০ জন।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করেন নাসিমা সুলতানা। তিনি বলেন, নিকটস্থ নমুনা সংগ্রহ কেন্দ্রে গিয়ে পরীক্ষা করাবেন। নমুনা পরীক্ষার মাধ্যমেই রোগ প্রতিরোধ করা সম্ভব। যারা শনাক্ত হবেন, তারা আলাদা থাকবেন।

এদিকে, করোনা নিয়ে আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮৬ লাখ ৯৯ হাজার ৪৩২ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাত লাখ চার হাজার ৩২৪ জন। সুস্থ হয়েছেন এক কোটি ১৯ লাখ ১৪ হাজার ৭৮৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫৪ হাজার ৩০৪ জন। মারা গেছেন ৬২৯১ জন। একই সময় সুস্থ হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃতু্যর খবর আসে ১৮ মার্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<107864 and publish = 1 order by id desc limit 3' at line 1